দেশে নারজো ২০ মডেলের নতুন একটি স্মার্টফোন এনেছে রিয়েলমি।
সোমবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে ফোনটি উন্মোচন করেছে রিয়েলমি। মোবাইল গেমকে প্রাধান্য দিয়ে নারজো ২০ ফোনে শক্তিশালী প্রসেসর দেয়া হয়েছে বলে জানিয়েছে চীনা ব্র্যান্ডটি।
ডিভাইসটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০*১৬০০ পিক্সেল।
গেমিং সেন্ট্রিক স্মার্টফোনটিতে দেয়া হয়েছে শক্তিশালী অক্টা-কোরের হেলিও জি৮৫ প্রসেসর।
ডিভাইসটির পেছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্সের পাশাপাশি রয়েছে একটি ৮ মেগাপিক্সেল ১১৯ ডিগ্রি আল্ট্রা-ওয়াইড লেন্স ও একটি আল্ট্রা-ম্যাক্রো লেন্স। সেলফি তুলতে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। রয়েছে এআই বিউটি মোডে ছবি তোলা ও ১০৮০ পিক্সেল ফুল-এইচডি ভিডিও ধারণ সুবিধা।
রিয়েলমি নারজো ২০ ডিভাইসে ৬০০০ এমএএইচের বড় ব্যাটারি দেয়া হয়েছে। রিয়েলমির দাবি, ফোনটিতে একবার ফুল চার্জে টানা ১১ ঘণ্টার বেশি সময় গেম খেলা যাবে, টানা ৪৪ ঘণ্টা কথা বলা যাবে ও ৪৫ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই থাকবে। রয়েছে টাইপ-সি ১৮ ওয়াটের কুইক চার্জিং প্রযুক্তি, যা দিয়ে ৩০ মিনিটে ২৯ শতাংশ চার্জ হবে ফোনটিতে।
রিয়েলমি নারজো ২০ স্মার্টফোনটি পাওয়া যাবে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণে।
রিয়েলমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার টিম শাও বলেন, ‘ধারাবাহিকভাবে বাজার গবেষণা করে আমরা দেখতে পেয়েছি, এই মূল্যের মধ্যে উন্নতমানের গেমিং স্মার্টফোনের অভাব রয়েছে। সেই বাজার ধরতে আমরা তরুণদের জন্য নারজো সিরিজের ডিভাইসটি নিয়ে এসেছি।’
ফোনটির দাম ১৩ হাজার ৯৯০ টাকা। তবে মঙ্গলবার থেকে ইকমার্স প্লাটফর্ম দারাজে বিক্রি শুরু হয়েছে, যা অফারে কেনা যাবে ১৩ হাজার ৪৯০ টাকায়।