বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যে রেজুলেশনে এলো শাওমির ফ্ল্যাগশিপ এমআই ১১

  •    
  • ২৯ ডিসেম্বর, ২০২০ ০১:৪১

শক্তিশালী কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের ফোনটিতে রয়েছে কিউএইচডি প্লাস রেজুলেশনের ৬ দশমিক ৮১ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেতে আবার রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। ফলে ব্যবহারকারীরা পাবেন দেখার চমৎকার অভিজ্ঞতা।

সময় ছিল সোমবার রাতে উন্মোচন হবে শাওমির ফ্ল্যাগশিপ এমআই ১১। তাই হয়েছে। এক ভার্চুয়াল আয়োজনের মধ্য দিয়ে চীনা প্রতিষ্ঠান শাওমি ফ্ল্যাগশিপ ডিভাইস এমআই ১১ উন্মোচন করেছে।

শক্তিশালী কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের ফোনটিতে রয়েছে কিউএইচডি প্লাস রেজুলেশনের ৬ দশমিক ৮১ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেতে আবার রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। ফলে ব্যবহারকারীরা পাবেন দেখার চমৎকার অভিজ্ঞতা।

অ্যান্ড্রয়েড ১১ চালিত ফোনটিতে শাওমির কাস্টমাইজ ইন্টারফেস এমআইইউআই ১২.৫ দেয়া হয়েছে। আর অক্টা-কোরের সঙ্গে জিপিইউ থাকছে অ্যাড্রেনো ৬৬০।

আগেই জানা যায়, ফোনটিতে থাকছে উন্নতমানের ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। ট্রিপল ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স ছাড়াও রয়েছে ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ও ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স।

সেলফি তোলার জন্য ফোনটির সামনে রয়েছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা।

এমআই ১১ ফোনটি সোমবার রাতে উন্মোচন করে শাওমি।

প্রথমবারের মতো শাওমি অ্যাপলের দেখানো পথে হেঁটেছে। শাওমির প্রধান নির্বাহী কর্মকর্তা লেই জুন আগেই টুইটে ইঙ্গিত দিয়েছিলেন তারা ফ্ল্যাগশিপটির সঙ্গে কোনো চার্জার রাখবে না।

উন্মোচনের পরে তাই দেখা গেছে। ফোনটিতে ৫৫ ওয়াট তারযুক্ত ফাস্ট চার্জিং ও তারহীন ৫০ ওয়াট ও ১০ ওয়াটের রিভার্স চার্জিং থাকলেও বক্সে কোনো চার্জার দেয়নি শাওমি। ফোনটিতে ব্যাটারি দেয়া হয়েছে ৪৬০০ এমএএইচ।

ফোনটিতে চার্জ দেয়ার জন্য আলাদা করে অ্যাডাপ্টর কিনতে হবে ব্যবহারকারীদের। অবশ্য একেবারে নাছড়বান্দ হলে ৬৫ ওয়াটের জিএএন অ্যাডাপ্টর দেয়ারও ইঙ্গিত দিয়েছে শাওমি।

ডিভাইসটি পাওয়া যাবে ৮ জিবি র‍্যামের সঙ্গে ১২৮ ও ২৫৬ জিবি রম এবং ১২ জিবি র‍্যামের সঙ্গে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণে। অবশ্য এর বাইরে থাকবে না কোনো আলাদা মেমোরি কার্ড স্লট।

ফোনটিতে চলবে দুটি সিম, দুটিতেই ডুয়েল ফাইভজি সাপোর্ট পাবেন ব্যবহারকারীরা। পাশাপাশি থাকছে ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.২, এনএফসি, নাইট মোডসহ বেশকিছু ফিচার।

ফোনটির দাম চীনে ধরা হয়েছে ৫০০ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ৫০ হাজার টাকার কিছু বেশি।

এ বিভাগের আরো খবর