বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শাওমির চার্জারহীন ফোন উন্মোচন রাতে

  •    
  • ২৮ ডিসেম্বর, ২০২০ ১০:৪৫

শাওমির প্রধান নির্বাহী কর্মকর্তা লি জুন বলেন, পরিবেশগত বিষয় বিবেচনায় এমআই ১১-এর খুচরা বাক্সের ভেতর কোনো চার্জার থাকবে না।

চার্জারবিহীন নতুন সেট বাজারে আনছে চীনের মোবাইল প্রস্ততকারী প্রতিষ্ঠান শাওমি।

‘এমআই ১১’ নামের ওই সেটটির উদ্বোধন সোমবার রাতে হবে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

শাওমির প্রধান নির্বাহী কর্মকর্তা লি জুন বলেন, পরিবেশগত বিষয় বিবেচনায় এমআই ১১-এর খুচরা বাক্সের ভেতর কোনো চার্জার থাকবে না।

জুন টুইটবার্তায় বলেন, ‘প্রযুক্তি ও পরিবেশগত সুরক্ষার বিষয় বিবেচনায় এমআই ১১-এর বাক্সে চার্জার থাকছে না। আশা করছি আপনাদের সমর্থন পাব। এ শিল্পে গতানুগতিক কাজের ধরন ও পরিবেশগত সুরক্ষার মাঝামাঝি এর চেয়ে ভালো কোনো সমাধান কি আর হতে পারে? সোমবার রাতের সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত কথা হবে।’

যাদের ঘরে পুরনো মোবাইলের চার্জার নেই, তাদের এমআই ১১ কিনতে নতুন চার্জার কেনা লাগবে।

এর আগে নতুন আইফোন ১২ সিরিজে কোনো চার্জার ও ইয়ারফোন না থাকার ঘোষণায় বেশ সমালোচিত হয় যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। শাওমিও সে সময় এ দলে ছিল। কিন্তু এখন পরিবেশের কথা বিবেচনায় আ্যাপলের পদাঙ্ক অনুসরণ করল চীনা এ প্রতিষ্ঠানটি।

অবশ্য আইফোন ১২ সিরিজের মতো হবে না এমআই ১১-এর চার্জারের গতি। শাওমি এ ক্ষেত্রে বেশ দ্রুত গতির চার্জারের স্মার্টফোনই বাজারে আনছে।

দক্ষিণ কোরিয়ার মোবাইল কোম্পানি স্যামসাংও তাদের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস ২১-এ কোনো চার্জার রাখবে না বলে ধারণা করা হচ্ছে।

চীনের ওয়েবসাইট ওয়েবোতে এমআই ১১-এর একটি ছবি শেয়ার করেন জুন। এতে দেখা যায়, সরু মিনিম্যালিস্টিক ডিজাইনের এ সেটের সামনে ১১ লেখা।

সেটটির পেছনে ১০৮ মেগাপিক্সেল মূল সেন্সরসহ তিনটি ক্যামেরা থাকবে বলে ধারণা করা হচ্ছে। চার রঙের এ সেট স্ন্যাপড্রাগন ৮৮৮ এসওসি চালিত হবে। এ ছাড়া এতে ১২ জিবির র‌্যাম ও অ্যান্ড্রয়েড ১১-বেইজড এমআইইউআই ১২ থাকবে বলে শোনা যাচ্ছে।

এ বিভাগের আরো খবর