বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চার্জার ছাড়াই ফ্ল্যাগশিপ আনছে শাওমি

  •    
  • ২৭ ডিসেম্বর, ২০২০ ১৯:৫৫

মোবাইল ফোনের সঙ্গে চার্জার না দেয়ার বিষয়টি সবার আগে পরিচয় করায় যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট অ্যাপল।

শাওমির নতুন ফ্ল্যাগশিপ আসছে বাজারে। ব্র্যান্ডটি সোমবার প্রিমিয়াম ক্যাটেগরির ‘মি-ইলেভেন’ স্মার্টফোনটি চীনে উন্মোচন করবে।

ফোনটির সঙ্গে কোনো চার্জার থাকছে না বলে খবর রটলেও সেটিই সত্যি হতে যাচ্ছে।

শাওমির প্রধান নির্বাহী কর্মকর্তা লেই জুন এক টুইটে জানান, মি-ইলেভেন ফ্ল্যাগশিপে থাকছে না কোনো চার্জার। অবশ্য এর কারণ হিসেবে তিনি পরিবেশগত উদ্বেগের কথা জানিয়েছিলেন।

বক্সে চার্জার না থাকলে ক্রেতাদের সেটি আলাদা করে কিনে নিতে হবে।

মোবাইল ফোনের সঙ্গে চার্জার না দেয়ার বিষয়টি সবার আগে পরিচয় করায় যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট অ্যাপল। তারা চার্জার ছাড়াই আইফোন টুয়েলভ আনে। এরপর ঠাট্টা-মশকরা শুরু করে শাওমি। প্রতিষ্ঠানটি অ্যাপলকে ঠাট্টা করে বিজ্ঞাপনও দেয়।

শাওমির ঠাট্টার সঙ্গী হয়ে সেই পথে হাঁটে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংও। অবশ্য এখন মনে হচ্ছে, শাওমির সঙ্গে স্যামসাংও তাদের আসন্ন এস টোয়ান্টি ওয়ান ফ্ল্যাগশিপে কোনো চার্জার রাখবে না।

শাওমির নতুন ফোন আনার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, স্মার্টফোনটিতে শাওমি সুরক্ষার জন্য সর্বাধুনিক কর্নিং গরিলা গ্লাস ভিকটাস প্রোটেকশন ব্যবহার করেছে।

গিজমোচায়নার প্রতিবেদন বলা হয়েছে, স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে মি-ইলেভেন ফোনের স্ক্র্যাচ প্রতিরোধী সুরক্ষা গ্লাসটি নিয়ে একটি পোস্ট দিয়েছে।

শাওমির দাবি, তাদের নতুন এই সুরক্ষা গ্লাসে সহ্য ক্ষমতা অন্য গ্লাসের চেয়ে দেড়গুণ বেশি। এটি দুই মিটার উঁচু থেকে পড়লেও ফোনটিকে সুরক্ষা দেবে বলেও জানিয়েছেন তারা।

বাজারে থাকা যে কোনো সুরক্ষা গ্লাসের চেয়ে এটি চারগুণ বেশি স্ক্র্যাচ প্রতিরোধ করবে বলেও দাবি করেছে চীনা প্রতিষ্ঠানটি।

টিভি স্ক্রিনের অ্যাডভান্সড ডিসপ্লে টেকনোলজি ব্যবহার করা হবে ফোনটিতে।

বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবরে জানা যাচ্ছে, মি-ইলেভেনে থাকছে ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে, কোয়াড এইচডি প্লাস স্ক্রিন রেজুলেশন, ১২০ হার্জ রিফ্রেশ রেট।

প্রো মডেলের স্ক্রিনের রেজুলেশন হবে টু-কে। মডেলটিতে প্রসেসর থাকছে স্ন্যাপড্রাগন ৮৮৮।

ডিভাইসটির পিছনে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হয়েছে। আরও থাকছে ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ছবি তোলার পর প্রসেসিংয়ের জন্য থাকছে ডিজিটাল কম্পিউটেশন প্রসেস।

ডিভাইসটি চলবে অ্যান্ড্রয়েড ইলেভেন অপারেটিং সিস্টেমে। এতে থাকবে ৪৭৮০ এমএএইচ ব্যাটারি। ফোনটিতে সাপোর্ট করবে ৫০ ওয়াটের চার্জিং প্রযুক্তি।

ফোনটি পাওয়া যাবে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণে।

ডিভাইসটির দাম কত হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

এ বিভাগের আরো খবর