বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্মার্টফোন চিপসেট বাজারে শীর্ষে মিডিয়াটেক

  •    
  • ২৭ ডিসেম্বর, ২০২০ ১৭:৪৫

তৃতীয় প্রান্তিকে মিডিয়াটেকের অন্যতম বাজার হচ্ছে ভারত ও চীন। করোনাভাইরাসের সময়ে দেশ দুটিতে স্মার্টফোনের বিক্রি বেড়েছে।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে স্মার্টফোনের চিপসেট বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে মিডিয়াটেক। এ সময়ে কয়েকটি হাইএন্ড স্মার্টফোনের প্রসেসরও এনেছে তাইওয়ানভিত্তিক চিপসেট নির্মাতা প্রতিষ্ঠানটি।

বছরের জুলাই-সেপ্টেম্বরে মিডিয়াটেকের চিপসেট দিয়ে বিশ্বে ১০ কোটির বেশি হ্যান্ডসেট বিক্রি হয়েছে বলে জানিয়েছে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টে রিসার্চ।

প্রতিষ্ঠানটি বলেছে, মিডিয়াটেকের চিপসেটে তৈরি স্মার্টফোন বাজারের ৩১ শতাংশ দখলে রেখেছে। এর অন্যতম কারণ হিসেবে প্রতিষ্ঠানটি এন্ট্রি লেভেলের বা ১০০ থেকে ২৫০ ডলার দামের স্মার্টফোন বাজার ধরে রাখার বিষয়টি চিহ্নিত করেছে।

তৃতীয় প্রান্তিকে মিডিয়াটেকের অন্যতম বাজার হচ্ছে ভারত ও চীন। করোনাভাইরাসের সময়ে দেশ দুটিতে স্মার্টফোনের বিক্রি বেড়েছে।

তবে ফাইভজি স্মার্টফোনের চিপ সরবরাহে মিডিয়াটেক পিছনে পড়েছে। সে বাজারে শীর্ষস্থানে কোয়ালকম। ফাইভজি স্মার্টফোনের ৩৯ শতাংশ চিপসেটের বাজার তাদের দখলে।

এ প্রান্তিকে ফাইভজি স্মার্টফোনের বাজার প্রায় দ্বিগুণ। প্রান্তিকটিতে বিক্রি হওয়া স্মার্টফোনের মধ্যে ১৭ শতাংশই ছিল কোয়ালকমের ফাইভজি চিপসেটের।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোয়ালকম স্মার্টফোন চিপসেট বাজারের ২৯ শতাংশ ধরে রাখতে পেরেছে, যা আগের বছর ছিল ৩১ শতাংশ।

এ ছাড়া জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে ১২ শতাংশ করে শেয়ার ধরে রেখে তৃতীয় অবস্থানে রয়েছে হাইসিলিকন, চতুর্থ স্যামসাং ও পঞ্চমে অ্যাপল। বাজারে ৪ শতাংশ চিপসেটের শেয়ার ধরে রাখতে পেরেছে ইউনিসক।

এ বিভাগের আরো খবর