মারাঠি ভাষায় সেবা চালু করা নিয়ে কাজ করছে বহুজাতিক কোম্পানি অ্যামাজন।
শনিবার কোম্পানিটির এক টুইটে বিষয়টি জানানো হয়েছে।
মুম্বাই মিররের প্রতিবেদনে জানানো হয়, ওই টুইটে অ্যামাজন জানায়, মহারাষ্ট্রের গ্রাহকদের চাহিদার পরিপ্রেক্ষিতে অ্যামাজনের সেবায় যুক্ত হচ্ছে মারাঠি ভাষাও।
টুইটে বলা হয়, ‘মারাঠি শপিংয়ের অভিজ্ঞতা’ চালু করার কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। শিগগিরই এ ভাষায় বিক্রেতা নিবন্ধন করতে পারবে।
ই-কমার্স জায়ান্টটি আরও বলেছে, নতুন নতুন গ্রাহক ও বিক্রেতা টানতে আগামী দিনগুলোতে আরও ভাষা যুক্ত করা হবে।
বেশ কিছুদিন আগে মারাঠি একাধিক সংগঠন অ্যামাজনকে তাদের ভাষা যুক্ত করার দাবি জানিয়েছিল।
মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রতিষ্ঠাতা রাজ ঠাকরে সর্বপ্রথম অ্যামাজনে মারাঠি ভাষা যোগ করার দাবি করেছিলেন। তিনি চেয়েছিলেন অ্যামাজনের ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনে মারাঠি ভাষার প্রচলন হোক।
মহারাষ্ট্রের গ্রাহকদের জন্য অ্যাপ ও ওয়েবসাইটে ভাষাটি না যুক্ত করা হলে এমএনএস ‘নো মারাঠি নো অ্যামাজন’ স্লোগানে আন্দোলনের হুমকি দিয়েছিল।
এ বিষয়ে এমএনএসের আরেক নেতা আখিল ছিত্রে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে একটি খোলা চিঠি লিখেছিলেন। আখিল একটি টুইটও করেছিলেন।