বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চালকবিহীন ডেলিভারি সার্ভিস ক্যালিফোর্নিয়ায়

  •    
  • ২৬ ডিসেম্বর, ২০২০ ১১:৫৮

আরটুর গতি ঘণ্টায় ৩৫ মাইল পর্যন্ত রাখা হবে। কেবল অনুকূল আবহাওয়ায় এটি চালানো হবে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রথম বারের মতো শুরু হতে যাচ্ছে চালকবিহীন ডেলিভারি সার্ভিস।

আগামী বছর এই সার্ভিস চালুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক রোবটিক্স কোম্পানি নুরো।

এর আগে চলতি বছরের এপ্রিলে নুরোর চালকবিহীন আরটু যান ক্যালিফোর্নিয়ার সড়কে পরীক্ষা করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আরটুর গতি ঘণ্টায় ৩৫ মাইল পর্যন্ত রাখা হবে। কেবল অনুকূল আবহাওয়ায় এটি চালানো হবে।

ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিক্যালসের পরিচালক স্টিভ গর্ডন বলেন, ‘এ অঙ্গরাজ্যে স্বয়ংক্রিয় যানের বিবর্তনে আরটুর অনুমোদন এক গুরুত্বপূর্ণ মাইলফলক।’

গুগলের সাবেক দুই প্রকৌশলী নুরো প্রতিষ্ঠা করেন। জাপানের বহুজাতিক কোম্পানি সফটব্যাংকের অর্থায়নে এটি গড়ে তোলা হয়।

গতি পরিচালনায় রাডার, থার্মাল ইমেজিং ও ৩৬০ ডিগ্রি ক্যামেরা আছে আরটুতে। এতে কোনো স্টিয়ারিং হুইল, পেডেল বা সাইড-ভিউ আয়না নেই।

ডিম্বাকৃতির আরটু যুক্তরাষ্ট্রের বেশির ভাগ গাড়ির চেয়ে আকারে ছোট। দুটি তাপমাত্রা নিয়ন্ত্রিত কম্পার্টমেন্টও এতে আছে। গ্রাহক কোড দিলে দরজাগুলো খুলে পণ্য সরবরাহ করবে আরটু।

এর আগে ফেব্রুয়ারিতে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে আরটুর পরীক্ষা চালানো হয়। ওই সময় এটি ডোমিনোজ পিৎজা, সুপারমার্কেট চেইন ক্রোগার ও ওয়ালমার্টের পণ্য ডেলিভারি করে।

এ বিভাগের আরো খবর