বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার মি ১০আই আনছে শাওমি

  •    
  • ২৩ ডিসেম্বর, ২০২০ ১৬:০৬

ফোনটি সদ্য চীনে লঞ্চ হওয়া রেডমি নোট ৯ প্রো ফাইভজি ডিভাইসটির রিব্রান্ডেড সংস্করণে হিসেবে ভারতের বাজারে আসছে। তাই মি ১০আই ফোনটিতে থাকছে না নতুন কোনো স্পেসিফিকেশন।

মি সিরিজের আরও একটি ফ্ল্যাগশিপ আনতে যাচ্ছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। প্রতিষ্ঠানটি নতুন বছরে উন্মোচন করবে ফ্ল্যাগশিপ সিরিজ মি১১। ২৮ জানুয়ারি ওই সিরিজটি উন্মোচন করবে শাওমি।

এ ছাড়া ৫ জানুয়ারি ভারতে ১০৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার মি ১০আই উন্মোচনের পরিকল্পনার কথাও জানিয়েছে শাওমি।

ফোনটি সদ্য চীনে লঞ্চ হওয়া রেডমি নোট ৯ প্রো ফাইভজি ডিভাইসটির রিব্রান্ডেড সংস্করণে হিসেবে ভারতের বাজারে আসছে। তাই মি ১০আই ফোনটিতে থাকছে না নতুন কোনো স্পেসিফিকেশন।

মি ১০আই ফোনটি ভারতে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণে আসবে। পাওয়া যাবে গ্র্যাডিয়েন্ট অরেঞ্জ ও ব্লু হিউ, ব্ল্যাক, ব্লু রঙে।

রিব্রান্ডেড সংস্করণ হিসেবে আসায় মি ১০আই স্পেসিফিকেশন রেডমি নোট ৯ প্রো ফাইভজির মতোই হবে।

মি ১০আই ফোনে ৬ দশমিক ৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও টাচ স্যাম্পেলিং রেট ২৪০ হার্টজ৷ আর ডিসপ্লে রেজুলেশন ১০৮০*২৪০০ পিক্সেল।

ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের ওপর এমআইইউআই ১২ ইন্টারফেসসহ আসবে৷ থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর।

ফোনের পেছনে ১০৮ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, ২ ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের ডেফথ ক্যামেরা রয়েছে৷

সেলফি তোলার জন্য সামনে তাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। যা ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান সাপোর্ট করবে।

ফোনটিতে পাওয়ার ব্যাকআপ দিতে থাকছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সমর্থিক ৪৮২০ এমএএইচ ব্যাটারি।

এ বিভাগের আরো খবর