মি সিরিজের আরও একটি ফ্ল্যাগশিপ আনতে যাচ্ছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। প্রতিষ্ঠানটি নতুন বছরে উন্মোচন করবে ফ্ল্যাগশিপ সিরিজ মি১১। ২৮ জানুয়ারি ওই সিরিজটি উন্মোচন করবে শাওমি।
এ ছাড়া ৫ জানুয়ারি ভারতে ১০৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার মি ১০আই উন্মোচনের পরিকল্পনার কথাও জানিয়েছে শাওমি।
ফোনটি সদ্য চীনে লঞ্চ হওয়া রেডমি নোট ৯ প্রো ফাইভজি ডিভাইসটির রিব্রান্ডেড সংস্করণে হিসেবে ভারতের বাজারে আসছে। তাই মি ১০আই ফোনটিতে থাকছে না নতুন কোনো স্পেসিফিকেশন।
মি ১০আই ফোনটি ভারতে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণে আসবে। পাওয়া যাবে গ্র্যাডিয়েন্ট অরেঞ্জ ও ব্লু হিউ, ব্ল্যাক, ব্লু রঙে।
রিব্রান্ডেড সংস্করণ হিসেবে আসায় মি ১০আই স্পেসিফিকেশন রেডমি নোট ৯ প্রো ফাইভজির মতোই হবে।
মি ১০আই ফোনে ৬ দশমিক ৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও টাচ স্যাম্পেলিং রেট ২৪০ হার্টজ৷ আর ডিসপ্লে রেজুলেশন ১০৮০*২৪০০ পিক্সেল।
ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের ওপর এমআইইউআই ১২ ইন্টারফেসসহ আসবে৷ থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর।
ফোনের পেছনে ১০৮ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, ২ ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের ডেফথ ক্যামেরা রয়েছে৷
সেলফি তোলার জন্য সামনে তাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। যা ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান সাপোর্ট করবে।
ফোনটিতে পাওয়ার ব্যাকআপ দিতে থাকছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সমর্থিক ৪৮২০ এমএএইচ ব্যাটারি।