ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা যুক্ত হয়েছে। এখন থেকে ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহারকারীরাও মাধ্যমটিতে অডিও ও ভিডিও কল করার সুবিধা পাবেন।
তবে এখনি সব ব্যবহারকারী সুবিধাটি পাচ্ছেন না। বেটা সংস্করণ হিসেবে অল্প কিছু ব্যবহারকারী ডেক্সটপ সংস্করণে কল করার সুবিধা পাচ্ছে বলে জানিয়েছে ডাব্লিউএবেটাইনফো নামের একটি ওয়েবসাইট।
সাইটটি হোয়াটসঅ্যাপকে সবসময় ট্য্যাক করে থাকে। মাধ্যমটির সব হালনাগাদ তথ্য প্রকাশ করার জন্য জনপ্রিয়।
ওয়েবসাইটটি জানায়, সুবিধাটি বেটা হিসেবে খুবই অল্প সংখ্যক ব্যবহারকারী পাচ্ছেন। যারা তাদের হোয়াটসঅ্যাপের উইন্ডোতে বেটা লেখাটি দেখতে পাচ্ছেন।
তবে এখন মাত্র একটি কম্পিউটার থেকেই সুবিধাটি পাচ্ছেন বেটা ব্যবহারকারীরা।
এছাড়া হোয়াটসঅ্যাপ আরেকটি ফিচার নিয়ে কাজ করছে। যে ফিটচারটিতে ব্যবহারকারী বন্দু ও পরিবারের সদস্যদের জন্য ভিডিও আপলোড করার ক্ষেত্রে মিউট রাখার অপশন দেবে।
স্টোরিতে শেয়ার করা ভিডিও মিউট করে রাখার ফিচারটিরও বেটা সংস্করণ কিছু ব্যবহারকারী পেয়েছেন।
ফিচারগুলো কবে নাগাদ সবধরনের ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি ওয়েবসাইটটি। এমনকি হোয়াটসঅ্যাপও ফিচারগুলো কবে নাগাদ ব্যবহারকারীরা পাবেন সে সম্পর্কে কিছু বলেনি।