গুগল, অ্যামাজন, ফেসবুকের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে আইন করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
নতুন আইনে বেআইনি ও ক্ষতিকর কন্টেন্টের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো কী ব্যবস্থা নেয়, তা বছরে এক বার খতিয়ে দেখবে ইইউ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রযুক্তি প্রতিষ্ঠান গ্রাহকদের তথ্য কীভাবে ব্যবহার করছে, তা নিয়ন্ত্রণ করার পরিকল্পনাও করছে ইইউ।
আইনে বিভিন্ন সার্চ ইঞ্জিন এবং অ্যাপ স্টোরগুলোতে প্রতিষ্ঠানগুলোকে যেন ইচ্ছাকৃতভাবে সামনে দেখানো না হয়, তাও নিশ্চিতের ব্যবস্থা করা হবে।
ডিজিটাল বাজারকে ইইউর নিয়ন্ত্রণে রাখার অংশ হিসেবে এসব পরিকল্পনা নেয়া হচ্ছে। প্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে অসহযোগিতা করলে বড় অঙ্কের জরিমানা ও সম্পর্ক ছিন্নের মুখে পড়বে।
এ ছাড়া আইন মানতে অস্বীকৃতি জানালে প্রতিষ্ঠানগুলোকে ইউরোপ থেকে আয়ের ১০ শতাংশ পর্যন্ত দিতে বাধ্য করা হতে পারে।
ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট ও ডিজিটাল মার্কেটস অ্যাক্ট নামে নতুন দুটি আইন এখনও পাস হয়নি। ব্রেক্সিট অন্তর্বর্তী সময় শেষ হলেই আইন দুটি পাস হবে বলে জানা গেছে।
গত সপ্তাহে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা ‘কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটি’ প্রযুক্তি জায়েন্টদের নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনার ঘোষণা দেয়।
আইন দুটিকে ‘ডিজিটাল যুগে ইউরোপকে সক্ষম রাখতে মাইলফলক’ হিসেবে দেখছেন ইইউর কমিশনার মারগ্রেথে ভেসটাগার।