প্রায় তিন ঘন্টা বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে গুগলের সেবা ইউটিউব, জিমেইল, গুগল স্যুট ও গুগল ম্যাপস।
সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টার পর সেবাগুলোতে প্রবেশ করতে পারছিলেন না বিশ্বব্যাপী এর ব্যবহারকারীরা।
ডাউনডিটেক্টর ওয়েবসাইটে গুগলের সেবা ফেরার বিষয়টি নিশ্চিত হয়েছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত ডাউনডিটেক্টরে মাত্র ৬৮৯টি সমস্যা সংক্রান্ত রিপোর্ট করা হয়েছে। এর আগে বিশ্বব্যাপী ডাউনডিটেক্টরে এক লাখ ২৮ হাজার ৭৯৯টি সমস্যা সংক্রান্ত রিপোর্ট জমা পড়ে।
গুগল টুইটে জানায়, তারা সেবাগুলোকে স্বাভাবিক অবস্থায় আনতে কাজ করছিল।
যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশ এবং ভারতীয় অঞ্চলের দেশগুলোতে এই ভিভ্রাট দেখা গেছে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্র্যাঞ্চ।
ডাউনডিটেক্টর সাইটে ব্যবহারকারীরা তাদের সমস্যা জানিয়ে করা রিপোর্টের সংখ্যা
ডাউনডিটেক্টরের তথ্য বলছে, ১৫ শতাংশ ব্যবহারকারী সাইটগুলোতে প্রবেশই করতে পারছিলেন না। ৭৯ শতাংশ ব্যবহারকারী লগইন ইস্যুর সম্মুখীন হচ্ছিলেন।
সন্ধ্যা থেকে বাংলাদেশেও এসব সাইটে প্রবেশ করা যাচ্ছিল না। সমস্যাগুলোর কথা অনেকেই সামাজিক মাধ্যম ফেসবুকে জানিয়েছেন।