বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গোপন থাকছে না হোয়াটসঅ্যাপের আলাপ

  •    
  • ১২ ডিসেম্বর, ২০২০ ২২:৪৮

বিপজ্জনক এই হ্যাকিং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের লম্বা একটা সময় ভোগাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এবারও আগের কৌশলগুলোই ব্যবহার করছে সাইবার সন্ত্রাসীরা।

সর্বাধিক জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে আবার নজর পড়েছে সাইবার সন্ত্রাসীদের। অনেকের অ্যাকাউন্ট বেহাত করে নিচ্ছে তারা।

ভয়ের ব্যাপার হলো- হ্যাকাররা অ্যাকাউন্টগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। ঢুকে যাচ্ছে ব্যবহারকারীর অতি গোপন ম্যাসেজগুলোতে, কনটাক্ট লিস্ট, ছবি ও ভিডিওগুলোতে। আরও অ্যাকাউন্ট হ্যাক করার জন্য এসব কনটেন্ট ব্যবহারও করে থাকে তারা।

বিপজ্জনক এই হ্যাকিং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের লম্বা একটা সময় ভোগাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এবারও আগের কৌশলগুলোই ব্যবহার করছে সাইবার সন্ত্রাসীরা।

হ্যাকিংয়ের এই কৌশলে দেখা যায়, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের পরিচিতদের কাছ থেকে ম্যাসেজ পান। হ্যাকাররা যখন জানতে পারে, ব্যবহারকারী ওই ম্যাসেজে সাড়া দিতে ইচ্ছুক তখনই হোয়াইটঅ্যাপের পিন নম্বারের সহায়তায় চ্যাট অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা চালায়।

এই হ্যাকিং কৌশল খুবই সহজ। কেউ যখন তাদের স্মার্টফোন আপগ্রেড করে, তখন ক্লাউডে ব্যাকআপ থাকা কোনো চ্যাটে যাওয়ার আগেই হোয়াটসঅ্যাপ থেকে স্মার্টফোন নম্বর ব্যবহার করে আইডি ভেরিফাই করতে বলা হয়।

তখন ছয় ডিজিটের যে কোড ব্যবহার করা হয় কারও অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পেতে, সেটিই দরকার পড়ে হ্যাকারদের।

হোয়াটসঅ্যাপ আইডি ভেরিফাইয়ের জন্য ব্যবহারকারীর নিবন্ধনকৃত ফোন নম্বরে ছয় ডিজিটের কোড আসে। তখন এই কোড সরাসরি হ্যাকারদের কাছে যায় না।

তবে ওই সময়টাই কাজে লাগায় হ্যাকাররা। কোনো একটি অজুহাত তুলে তারা ব্যবহারকারীর নম্বরে ছয় ডিজিটের যে কোড পাঠানো হয়েছে তা ফরোয়ার্ড করতে বলে। ব্যবহারকারী বিষয়টি না বুঝে কোড পাঠিয়ে দিলেই বেহাত হয়ে যায় অ্যাকাউন্ট।

হোয়াটসঅ্যাপও তখন বুঝে নেয়, সত্যিকারের অ্যাকাউন্টধারীই লগইন করেছে। কিন্তু বাস্তবিক অর্থে তখন ব্যবহারকারীর অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারের কাছে।

হোয়াটঅ্যাপে এই ধরনের হ্যাকিং চলতি বছরের শুরুতেই দেখা গিয়েছিল। পুরনো কৌশলে আবারও তা শুরু হয়েছে। সম্প্রতি এই ধরনের হ্যাকিংয়ের কবলে পড়েছেন বিবিসির রেডিও টুর উপস্থাপক জেরেমি ভাইন।

এ বিভাগের আরো খবর