তথ্যপ্রযুক্তি খাতে অবদান, প্রযুক্তির মাধ্যমে দেশের মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখায় ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
শনিবার ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার’ নামে ওই সম্মাননা জানায় বিভাগটি।
‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ প্রতিপাদ্য নিয়ে জেলা-উপজেলা এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কর্মসূচি ঘোষণা করেন। সেই দিনটিকে ঘিরেই পরে ১২ ডিসেম্বরকে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়। এবার চতুর্থবারের মতো দিবসটি পালন করা হচ্ছে। সেই হিসাবে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের একযুগ পূর্তির দিনও আজ।
দিবসটি উদযাপনে সকাল সাড়ে সাতটায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আইসিটি বিভাগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আগারগাঁওয়ে কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটরিয়ামে হয় ডিজিটাল দিবসের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ভিডিও বার্তা দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আইসিটি বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সরকারি ক্যাটেগরিতে সম্মানা পুরস্কার পেয়েছে ঢাকার বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, সৈয়দা ফারহানা কাউনাইন; ভূমির ডিজিটাল রূপান্তরে ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাকসুদুর রহমান পাটোয়ারির নেতৃত্বাধীন দল এবং সিএমএসএস বাস্তবায়নে ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলামের নেতৃত্বাধীন দল।
ক্যাটেগরিতে সরকারি প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়।
বেসরকারি পর্যায়ে পুরস্কার পেয়েছে এটুআই ল্যাব, নড়াইলের সাদাত রহমান, ই-ক্যাব, আইএসপিএবি, সিনেসিস আইটি ও ফিফোটেক।
এ ছাড়া ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ সম্মাননা দেয়া হয় খুলনার বিভাগীয় কমিশনার হেলাল হোসেনকে।
পুরস্কার বিতরণ শেষে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে শিশুরা একটি নাটিকা প্রদর্শন করেন।
আয়োজনে অন্যান্যের মধ্যে আইসিটি অধিদফরের মহাপরিচলাক আরশাদ হোসেন, আইসিটি বিভাগের সচিব এনএম জিয়াউল আলম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ উপস্থিত ছিলেন।