বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রিপঅ্যাডভাইজারসহ ১০৫ অ্যাপ সরাল চীন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৯ ডিসেম্বর, ২০২০ ১০:৩১

চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশনের মতে, নিষিদ্ধ হওয়া সব অ্যাপই তিনটি সাইবার আইনের অন্তত একটি লঙ্ঘন করেছে।

পর্নোগ্রাফি, যৌনবৃত্তি, জুয়া ও সংঘর্ষ সংক্রান্ত কনটেন্ট থেকে দূরে থাকার অংশ হিসেবে অ্যাপ স্টোরগুলো থেকে ১০৫টি অ্যাপ সরিয়েছে চীন।  

এ অ্যাপগুলোর বেশিরভাগ চীনা। তবে এগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের ভ্রমণবিষয়ক অ্যাপ ট্রিপঅ্যাডভাইজারও রয়েছে।

চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশনের মতে, নিষিদ্ধ হওয়া সব অ্যাপই তিনটি সাইবার আইনের অন্তত একটি লঙ্ঘন করেছে।

তবে অ্যাপগুলো কী ধরনের লঙ্ঘনে জড়িত, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ওপর নিষেধাজ্ঞা পরিকল্পনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরেকটি আদালতের আদেশের পর অ্যাপগুলো নিষিদ্ধ করল পূর্ব এশিয়ার দেশটি।

যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ডিস্ট্রিক্ট জজ কার্ল নিকোলস রায়ে বলেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এখতিয়ার বহির্ভূতভাবে নিরাপত্তার কারণ দেখিয়ে টিকটক বন্ধ করতে চেয়েছেন।

নিকোলস দ্বিতীয় বিচারক হিসেবে অ্যাপটি নিষিদ্ধের বিপক্ষে বললেন।

চীন সর্বশেষ যে অ্যাপগুলো বন্ধ করেছে, সেগুলোতে ‘আপত্তিকর কনটেন্ট’ আপলোড হতো বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ট্রিপ অ্যাডভাইজারকে কেন নিষিদ্ধ করা হলো, তা স্পষ্ট নয়।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পায়নি বলে জানিয়েছে বিবিসি।

এ বিভাগের আরো খবর