বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উইন্ডোজ ১০-এ চলবে অ্যান্ড্রয়েড অ্যাপ

  •    
  • ৩০ নভেম্বর, ২০২০ ১২:১১

ডেভেলপারদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলোকে এমএসআইএক্স ফরম্যাট অনুযায়ী প্যাকেজ করতে হবে। এরপর সেগুলোকে মাইক্রোসফট স্টোরে জমা দিতে হবে।

‘লাটে’ নামের একটি প্রকল্প নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট। এর মধ্য দিয়ে উইন্ডোজ ১০-এ সরাসরি অ্যাপ যুক্ত করার সুযোগ পাবেন ডেভেলপাররা। এ ক্ষেত্রে অ্যাপগুলোর কোডে সামান্য পরিবর্তন আনতে হতে পারে।

উইন্ডোজ সেন্ট্রালের বরাত দিয়ে ইকোনোমিক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ডেভেলপারদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলোকে এমএসআইএক্স ফরম্যাট অনুযায়ী প্যাকেজ করতে হবে। এরপর সেগুলোকে মাইক্রোসফট স্টোরে জমা দিতে হবে।

বর্তমানে অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা তাদের কম্পিউটারে ‘ইওর ফোন’ নামের স্ট্রিমিং অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করতে পারেন।

তবে এই সুবিধা এখন স্যামসাংয়ের কিছু ডিভাইসের মধ্যেই সীমাবদ্ধ।

উইন্ডডোজ ভার্সনে নেই এমন অ্যাপ আনতেই মূলত মাইক্রোসফটের প্রজেক্ট ‘লাটে’ অ্যাপ ডেভেলপারদের সুযোগ দিচ্ছে।

প্রজেক্ট লাটেতে গুগুলের প্লে সার্ভিসেস কাজ নাও করতে পারে। কেননা অ্যান্ড্রয়েড ডিভাইস ও ক্রোম ওএস ছাড়া অন্য কোনো ডিভাইসে গুগুল তার প্লে সার্ভিসেস ইনস্টলের অনুমতি দেয় না।

যেসব অ্যাপ চালাতে প্লে সার্ভিসেসের এপিআই প্রয়োজন, সেগুলোকে উইন্ডোজ ১০-এ নিতে প্রয়োজনীয় কিছু আপডেট লাগবে।

এর আগে ‘অ্যাস্টরিয়া’ নামের একটি প্রজেক্টে একই কাজ করার চেষ্টা করে মাইক্রোসফট। কিন্তু  সেটি আলোর মুখ দেখেনি।

উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স (ডাব্লিউএসএল) এই প্রজেক্টটি পরিচালনা করতে পারে।

এ বিভাগের আরো খবর