দেশে অবৈধ, নকল, চুরি করা কিংবা রাজস্ব ফাঁকি দিয়ে আনা মোবাইল ফোন বন্ধের প্রক্রিয়া শুরু হলো। এসব ফোন বুধবার ২৫ নভেম্বর থেকে ১২০ কার্যদিবসের মধ্যে দেশের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাবে।
বুধবারই এ নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ সম্পর্কিত প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান সিনেসিস আইটির সঙ্গে চুক্তি করেছে।
সিনেসিস আইটির মহাব্যবস্থাপক ও আইটি-ইনফ্রাস্ট্রাকচারের প্রধান আমিনুল বারী শুভ্র নিউজবাংলাকে বলেন, 'চুক্তি সইয়ের মধ্যে দিয়ে দেশে অবৈধ মোবাইল বন্ধের প্রক্রিয়া শুরু হলো। আমাদের যে সময়সীমা তাতে আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে এটি সম্পন্ন হবে।
‘আমাদের এখন পর্যন্ত যা অগ্রগতি তাতে ১২০ কর্মদিবসের আগেই অর্থাৎ এপ্রিলের মধ্যেই দেশের নেটওয়ার্ক থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ করতে পারব।’
ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) এর মাধ্যমে মোবাইল বৈধ, না অবৈধ- তা যাচাই করা যায়। গত ফেব্রুয়ারিতে এই প্রযুক্তিগত সমাধান নিতে দরপত্র আহ্বান করে বিটিআরসি। সব প্রক্রিয়া শেষ করে গত ৫ নভেম্বর অ্যাওয়ার্ড অব নোটিফিকেশন পায় সিনেসিস আইটি।
এনইআইআর প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান সিনেসিস আইটির সঙ্গে বুধবার বিটিআরসির চুক্তি সই অনুষ্ঠান। ছবি: সংগৃহীত
চুক্তি সই অনুষ্ঠানে বিটিআরসি জানায়, তারা যে আইএমইআই নম্বরের ডেটাবেজ তৈরি করেছে সেখানে চলতি বছরের ১০ নভেম্বর পর্যন্ত ১৩ কোটি ৫২ লাখ ৯৯ হাজার ৩টি আইএমইআই নম্বর যুক্ত করা গেছে। যারা মোবাইল আমদানি করে কিংবা দেশে সংযোজন করে তাদের সেটের আইএমইআই নম্বর ডেটাবেজে যুক্ত করার প্রক্রিয়া আগেই সম্পন্ন হয়। ফলে তাদের মোবাইলের আইএমইআই স্বয়ংক্রিয়ভাবে ডেটাবেজে যুক্ত হয়।
২০১৯ সালের ১ আগস্টের আগে ও এর পরের সব বৈধ পথে আমদানি করা কিংবা দেশে সংযোজিত ফোনের আইএমইআই তথ্য বিটিআরসির কাছে আছে। এগুলো নেটওয়ার্ক থেকে বন্ধ হবে না। তবে এই সময়ের মধ্যে আনা যেসব ফোন অবৈধ হিসেবে বিবেচিত হবে সেগুলো বন্ধ করা হবে কি না সে বিষয়ে বিটিআরসি পরে সিদ্ধান্ত জানাবে।
অবৈধ মোবাইল ফোন বন্ধের প্রযুক্তিগত সেবা দিতে সিনেসিস আইটির সঙ্গে কাজ করবে রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড ও কম্পিউটার ওয়ার্ল্ড বিডি।
অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক, কমিশনার মহিউদ্দিন আহমেদ, স্পেকট্রাম ম্যানেজমেন্ট বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম শহীদুল আলম, পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল, উপ-পরিচালক (স্পেকট্রাম ম্যানেজমেন্ট) সঞ্জীব কুমার সিংহ, সিনেসিস আইটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. হারুন-উর-রশিদ ও পরিচালক আব্দুর রাশিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।