দেশের সার্বভৌমত্ব ও একতা রক্ষা, প্রতিরক্ষা, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষার কথা বলে তৃতীয় দফায় আরও ৪৩টি মোবাইল অ্যাপ বন্ধ করেছে ভারত। যার মধ্যে বেশিরভাগই চীনা অ্যাপ।
নিষিদ্ধ করা চীনা অ্যাপগুলোর মধ্যে আলিএক্সপ্রেসের মতো জনপ্রিয় অনলাইন শপিং অ্যাপসহ আলিবাবা গোষ্ঠীরই চারটি অ্যাপ রয়েছে। ভারতের ছোট ব্যবসায়ীদের মধ্যে শপিং অ্যাপটি ব্যাপক জনপ্রিয়।
আরেকটি জনপ্রিয় অ্যাপ লালামুভ। এটা লজিস্টিকস প্রোভাইডার ডেলিভারি অ্যাপ, যা স্থানীয় কুরিয়ার পরিষেবার সহায়ক।
এছাড়া টিকটকের মতো স্ন্যাক ভিডিও ও ইন্টারঅ্যাক্টিভ গেইম ডাউনলোডার হ্যাপি ফিশও নিষিদ্ধ হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় অ্যাপগুলো নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টারের রিপোর্টের ভিত্তিতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
ভারতের পদক্ষেপটির প্রতিবাদ জানিয়ে বুধবার চীন সরকারের মুখপাত্র শি রঙ বলেন, ‘জাতীয় নিরাপত্তার অজুহাতে ভারত সরকার যেভাবে চীনের সঙ্গে সম্পর্কিত একের পর এক মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে, চীন তার বিরোধিতা করছে। আমাদের আশা ভারত তার আচরণ বদলে নিয়ে অবাধ, নিরপেক্ষ ও বৈষম্যহীন ব্যবসার পরিবেশ সৃষ্টি করবে।’
গত জুনে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের মুখোমুখি এক সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত হওয়ার খবর দেয় দেশটি। এরপর ২৯ জুন প্রথম দফায় চীনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করে সরকার। দ্বিতীয় দফায় ২ সেপ্টেম্বরেও একই কারণ দেখিয়ে আরও ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করে ভারত সরকার।