আশুলিয়ার জিরাবোতে দেশীয় ব্র্যান্ড সিম্ফনির মোবাইল ফোন উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মোহাম্মাদ জহুরুল হক।
সোমবার তিনি কারখানার সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিম্ফনি মোবাইল।
সিম্ফনি মোবাইলের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহীদ উপস্থিত থেকে বিটিআরসির প্রতিনিধি দলকে স্বাগত জানান।
২০১৮ সালে দেশে সিম্ফনি নিজস্ব কারখানায় মোবাইল ফোন উৎপাদন ও বাজারজাত করে আসছে। সিম্ফনি মোবাইলের কারখানাটিতে প্রায় এক হাজার কর্মী কাজ করছেন।
সিম্ফনির কারখানা পরিদর্শনের পর বিটিআরসির চেয়ারম্যান মোহাম্মাদ জহুরুল হক বলেন, ‘আগেও দেশের কয়েকটি মোবাইল কারখানা পরিদর্শন করেছি। সিম্ফনি মোবাইলের কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম আমার কাছে উন্নত মনে হয়েছে। এখানে নতুন অনেক প্রযুক্তি দেখেছি।'
এসময় তিনি সিম্ফনি মোবাইলের মান ধরে রাখার আহ্বান জানান। তিনি বলেন, 'আমি জানি আপনারা মানে ছাড় দেন না। আশা করছি, এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।'
বিটিআরসি চেয়ারম্যান সিম্ফনির কারখানায় কর্মরত শ্রমিকদের প্রযুক্তি জ্ঞান, দক্ষতা ও কারখানা এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতার প্রশংসা করেন।
কারখানা পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করায় বিটিআরসি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান সিম্ফনি মোবাইলের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহীদ। একই সঙ্গে সিম্ফনি মোবাইলের মান আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন তিনি।
বিজ্ঞপ্তিতে সিম্ফনি জানায়, আগামী জানুয়ারি থেকে ব্র্যান্ডটি তাদের দ্বিতীয় কারখানা মোবাইল উৎপাদন শুরু করবে।