অনলাইন ফার্মেসির উদ্বোধন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন। এ ফার্মেসি থেকে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ কিনতে পারবেন গ্রাহকরা।
প্রতিষ্ঠানটির বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, অ্যামাজন প্রাইম সদস্যরা জেনেরিক ওষুধের ওপর ৮০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এ ছাড়া দুই দিন বিনা মূল্যে ডেলিভারি সুবিধা পাবেন। অন্যদিকে প্রেসক্রিপশনে থাকা বিভিন্ন ব্র্যান্ডের ওষুধের ওপর তারা ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
ওষুধ কিনতে স্বাস্থ্য সংক্রান্ত কিছু তথ্য দিতে হবে গ্রাহককে। গ্রাহক নারী হলে অন্তঃসত্ত্বা কি না, তা জানাতে হবে। এ ছাড়া যেকোনো গ্রাহকের ক্ষেত্রে জন্মতারিখ, জেন্ডার ও ইন্স্যুরেন্সের বিস্তারিত দিতে হবে অ্যামাজনকে।
প্রতিষ্ঠানটির এমন শর্ত নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। একটি প্রযুক্তি কোম্পানিকে স্বাস্থ্য সংক্রান্ত উপাত্ত দেয়া কতটা বিবেচনাপ্রসূত কাজ, সেই জিজ্ঞাসা তাদের।
তবে অ্যামাজন ফার্মেসির ভাইস প্রেসিডেন্ট টিজে পার্কার বলেন, ‘ঝামেলাপূর্ণ ও গোলমেলে’ হওয়ার শঙ্কা থাকা একটি শিল্পে রূপান্তরের আশা করছেন তারা।
তিনি বলেন, ‘আমরা জটিলতা নির্বিঘ্নে সামলাতে নেপথ্যে কঠিন পরিশ্রম করে যাচ্ছি, যাতে করে প্রেসক্রিপশন দরকার এমন যে কেউ তাদের বিকল্প খুঁজে পান, সম্ভাব্য সর্বনিম্ন দামে পণ্য অর্ডার করতে পারেন এবং দ্রুত সময়ে ওষুধ পেয়ে যান।’