বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘অনার’ ব্র্যান্ড বেচেই দিল হুয়াওয়ে

  •    
  • ১৭ নভেম্বর, ২০২০ ১৬:৩৭

চীনের জিনজিয়ান প্রদেশের ঝিক্সিন নিউ ইনফরমেশন টেকনোলজি নামের আরেক প্রতিষ্ঠান মঙ্গলবার অনার কেনার কথা জানিয়েছে।

বাজেট ও মিডরেঞ্জ ক্রেতাদের জন্য বাজারে আনা সাব-ব্র্যান্ড ‘অনার’ বেচে দিল চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে।

বৈশ্বিক ব্যবসায় পিছিয়ে পড়া ও এ থেকে উত্তরণের জন্য ব্র্যান্ডটি বিক্রি করা হয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা।

ব্র্যান্ডটি কত টাকায় বিক্রি করা হয়েছে, তা উল্লেখ করা হয়নি।

বিক্রির বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। তাদের প্রতিবেদনে বলা হয়, চীনের জিনজিয়ান প্রদেশের ঝিক্সিন নিউ ইনফরমেশন টেকনোলজি নামের আরেক প্রতিষ্ঠান মঙ্গলবার অনার কেনার কথা জানিয়েছে।

পরে তারা একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়, এখন থেকে অনারের ওপর হুয়াওয়ের আর কোনো ধরনের নিয়ন্ত্রণ ও শেয়ার থাকল না।

হুয়াওয়ে আরেক বিবৃতিতে বলেছে, তাদের কনজ্যুমার বিজনেস এখন খুব ‘চাপের মুখে’ রয়েছে।

অনার বিক্রির মাধ্যমে ব্র্যান্ডটি নিজেরা প্রতিষ্ঠিত হয়ে ব্যবসা করতে পারবে বলেও বিবৃতিতে উল্লেখ করে হুয়াওয়ে।

কত টাকায় অনার বিক্রি হয়েছে দুটি প্রতিষ্ঠান, তা না জানালেও প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ জানিয়েছে, এই সংখ্যা ১৫ দশমিক ২ বিলিয়ন ডলার। এই অর্থ হুয়াওয়ে তাদের গবেষণা ও উন্নয়ন কাজে লাগাবে।

সামনের বছর থেকে হুয়াওয়ে কম বাজেটের স্মার্টফোন তৈরি করা ছেড়ে দিতে পারে। প্রতিষ্ঠানটি অ্যাপলের মতো হাইএন্ডের স্মার্টফোন তৈরি করবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এ বিভাগের আরো খবর