দেশে সবার জন্য আকর্ষণীয় অফারের ঘোষণা দিয়ে যাত্রা করেছে ই-কমার্স প্লাটফর্ম ধামাকাশপিং ডটকম। সম্প্রতি ‘মাত্র ১০ টাকায় টি-শার্ট’ ক্যাম্পেইনের মাধ্যমে প্লাটফর্মটি তাদের যাত্রা শুরু করে।
ধামাকাশপিং ইতোমধ্যে ওয়ালটন প্রিমো আরএম৪ লঞ্চিং, মিনিস্টার টিভির সঙ্গে কম্বো অফার, ম্যাকবুক প্রোতে ডিসকাউন্টসহ আরও অফার দিয়েছে।
প্লাটফর্মটি থেকে কেনাকাটায় গ্রাহকরা ক্যাশব্যাক অফার ও রয়েলটি পয়েন্ট অফারও পাবেন। ফ্রি হোম ডেলিভারি সার্ভিস পাওয়া যাবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, গ্রাহকদের ৭ থেকে ২১ দিনের মধ্যে ডেলিভারি দেবে প্রতিষ্ঠানটি। পেমেন্ট করা যাবে ব্যাংক ডিপোজিট, অনলাইন পেমেন্ট, বিকাশের মাধ্যমে।
ধামাকাশপিং ডটকমের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সিরাজুল ইসলাম রানা বলেন, বাংলাদেশে নতুন ই-কমার্সের যাত্রা শুরু করতে পেরে আমরা খুব আনন্দিত। আমরা আশা করছি ধামাকাশপিং দিয়ে গ্রাহকদের জন্য নতুন একটা সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারব।
তিনি আরও জানান, আমরা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা বাড়াতে উৎসাহ দেব। আমাদের বিশ্বাস, প্লাটফর্মটি থেকে তাদের উদ্দেশ্য পূরণ করতে কাজ করতে পারব। প্লাটফর্মে যে লভাংশ হবে তা থেকে প্রান্তিক জনগোষ্ঠি বিশেষ করে প্রতিবন্ধী শিশুদেরও সহায়তা করা হবে।
এরই মধ্যে ধামাকাশপিং বাজাজ, টিভিএস, লিফান, ওয়ালটন, এডিসনসহ বড় কয়েকটি প্রতিষ্ঠানের পণ্য বিক্রি করতে চুক্তিবদ্ধ হয়েছে বলেও জানায়।