চীনের হুয়াওয়ের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করায় জুলাই থেকে সেপ্টেম্বরে রেকর্ড পাঁচ হাজার ৯০০ কোটি ডলার রাজস্ব দিয়েছে দক্ষিণ কোরিয়ার বহুজাতিক ইলেকট্রনিক্স কোম্পানি স্যামসাং।
ওই তিন মাসে স্যামসাংয়ের স্মার্ট ফোন বিক্রি ৫০ শতাংশ ও মাইক্রোচিপ থেকে মুনাফা ৮২ শতাংশ বেড়ে যায়। এতে বিশাল অঙ্কের রাজস্ব দিতে সক্ষম হয় কোম্পানিটি।
গত বছর একই সময়ে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি ৮৩০ কোটি ডলার নিট লাভ করে।
প্রতিদ্বন্দ্বী দেশ চীনের বহুজাতিক টেকনোলজি কোম্পানি হুয়াওয়ের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারির পর স্যামসাংয়ের মোবাইল ও চিপ বিক্রি বেড়ে যায়।
বিক্রি বেড়ে যাওয়ায় হুয়াওয়ের বাজার স্যামসাং দখল করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগস্টে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ জানায়, শুরুতেই লাইসেন্স সংগ্রহ না করে যেসব বিদেশি কোম্পানি হুয়াওয়ের কাছে চিপ বিক্রি করেছে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
জাতীয় নিরাপত্তা বিবেচনায় হুয়াওয়ে, টিকটক, উইচ্যাটসহ বেশ কয়েকটি চীনের প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ট্রাম্প প্রশাসন।
জুলাই থেকে সেপ্টেম্বরে স্যামসাংয়ের প্রিমিয়াম টিভি ও যন্ত্রপাতির বিক্রিও বেড়েছে।
সূত্র: বিবিসি