বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যুক্তরাজ্যে বন্ধ হচ্ছে লকড ফোন বিক্রি

  •    
  • ২৮ অক্টোবর, ২০২০ ১৩:২১

অফকমের কানেক্টিভিটি ডিরেক্টর সেলিনা চাধা বলেন, ‘এতে মানুষের সময়, অর্থ ও শ্রম বাঁচবে। আনলকের ক্ষেত্রে কার্যকর পন্থা বের করবে লোকজন।’

২০২১ সালের ডিসেম্বর থেকে যুক্তরাজ্যের মোবাইল নেটওয়ার্কগুলোকে লকড ফোন বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির নিয়ন্ত্রক সংস্থা অফকম।

সংস্থাটি জানিয়েছে, ফোন আনলক করা অনেক ক্ষেত্রে জটিল প্রক্রিয়া হতে পারে। এতে চুক্তির শেষে সরবরাহকারী বদলাতে মালিক নিরুৎসাহিত হন।

ফোন লকের বিষয়ে এর আগে মোবাইল নেটওয়ার্কগুলোর ভাষ্য ছিল, ফোন লক থাকলে চুরি ও প্রতারণা কমবে।

যুক্তরাজ্যভিত্তিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটি ও এর ইই মোবাইল ডিভিশন, ভোডাফোন ও টেসকো মোবাইল এরই মধ্যে ফোন লক করার পদ্ধতি বন্ধ করে দিয়েছে বলে জানায় অফকম।

ওটু, স্কাই, থ্রি ও ভার্জিন এরই মধ্যে আনলক মোবাইল সেট বিক্রি শুরু করেছে।

অফকমের কানেক্টিভিটি ডিরেক্টর সেলিনা চাধা বলেন, ‘এতে মানুষের সময়, অর্থ ও শ্রম বাঁচবে। আনলকের ক্ষেত্রে কার্যকর পন্থা বের করবে লোকজন।’

ভোদাফোনের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা এই পরিবর্তন বাস্তবায়নে প্রস্তুত।’

ইইর পক্ষ থেকে বলা হয়, ‘অফকমের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব।’

সূত্র: বিবিসি

এ বিভাগের আরো খবর