অনলাইন ওয়ালেটে ক্রেতাদের বিটকয়েন ও অন্যান্য ভার্চুয়াল কয়েন রাখা ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কেনাকাটার সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে অনলাইনভিত্তিক আর্থিক লেনদেন প্রতিষ্ঠান পেপ্যাল।
স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি এ ঘোষণা দেয়।
ক্রেতাদের ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের নতুন এই সেবা দেয়ায় পেপ্যাল যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম লেনদেন প্রতিষ্ঠানে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে।
ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ড্যান শুম্যান এক সাক্ষাৎকারে বলেন, ‘আশা করছি, নতুন সেবাটি বিশ্বব্যাপী ভার্চুয়াল কয়েন ব্যবহারে ক্রেতাদের উৎসাহিত করবে। নতুন ডিজিটাল কারেন্সির জন্য পেপ্যাল তার নেটওয়ার্ককে প্রস্তুত করবে এবং এর মধ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংক ও প্রতিষ্ঠানগুলো নিজেদের উন্নতি ঘটাবে।’
তিনি বলেন, ‘আমরা কেন্দ্রীয় ব্যাংকগুলোর সঙ্গে কাজ করছি। সব ধরনের ডিজিটাল কারেন্সি ব্যবহারে পেপাল কীভাবে ভূমিকা রাখতে পারে, এসব বিষয়ে ভাবছি।’
প্রতিষ্ঠানটি জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের অ্যাকাউন্টধারীরা পেপ্যাল ওয়ালেটে ক্রিপ্টোকারেন্সি রাখতে পারবেন।
২০২১ সালের প্রথমার্ধে নিজেদের পেমেন্ট অ্যাপ ভেনমো ও অন্য কয়েকটি দেশে সেবা বাড়ানোর পরিকল্পনা করছে বলেও জানায় প্রতিষ্ঠানটি।
পেপ্যাল বলেছে, আগামী বছরের শুরুতে ক্রেতারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
বিশ্বজুড়ে পেপ্যালের ৩৪ কোটি ৬০ লাখ সক্রিয় অ্যাকাউন্ট রয়েছে।
সূত্র: গ্যাজেটস ৩৬০ ডিগ্রি