‘কল রিজন’ নামে একটি ফিচার চালু করতে যাচ্ছে ট্রুকলার। এর মধ্য দিয়ে অ্যাপটির ব্যবহারকারীরা কল করার কারণ সেট করতে পারবেন। একই সঙ্গে কলটি ব্যক্তিগত, ব্যবসা সংক্রান্ত বা গুরুত্বপূর্ণ কি না, তা জানতে পারবেন গ্রাহকরা।
কলের পাশাপাশি মেসেজ অপশনকে উন্নত করছে ট্রুকলার। শিডিউল এসএমএস ও এসএমএস ট্রান্সলেট ফিচার যুক্ত হচ্ছে মেসেজে। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী সবাই অ্যাপটির এসব নতুন সুবিধা নিতে পারবেন।
ট্রুকলার আশা করছে, কল রিজন ফিচারের কারণে কল ধরার হার বাড়বে।
গুগলের ভেরিফায়েড কলস ফিচারের সঙ্গে ট্রুকলারের কল রিজনের মিল আছে। সম্প্রতি ভেরিফায়েড কলস ফিচারে ডিফল্ট কল অ্যাপ যুক্ত করার পরিকল্পনা নেয় গুগল।
এ ক্ষেত্রে বিষয়টি ট্রুকলারের জন্য চ্যালেঞ্জের হবে। কারণ কলের কারণ জানতে গ্রাহককে ট্রুকলার অ্যাপ ব্যবহারকারী হতে হবে। অন্যদিকে ভেরিফায়েড কলস ফিচারটি ডিফল্ট ফোন অ্যাপ হিসেবে আনছে গুগল।
সুইডেনভিত্তিক ট্রুকলার অ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরে ট্রুকলারে কল রিজন ফিচার যুক্ত করতে অনেক অনুরোধ পান তারা। এ জন্য প্রকৃত কলার আইডি ফিচার বাড়ানো হয়েছে।
ট্রুকলারে কল করার সময় একটি নোট যুক্ত করা যাবে। কল ধরার আগে গ্রাহক সেই নোটটি দেখতে পারবেন।
নোটটি কল করার মূল কারণ জানাবে। গ্রাহক কল ধরতে ব্যর্থ হলেও ফোনে পরে নোটটি দেখতে পাবেন তিনি।
সূত্র: গ্যাজেটস ৩৬০ ডিগ্রি