প্রযুক্তিবিষয়ক বহুজাতিক প্রতিষ্ঠান অ্যাপলের নতুন মডেল আইফোন ১২ বাজারে আসছে। ২৩ অক্টোবর থেকেই পাওয়া যাবে মুঠোফোনগুলো।
মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে ভার্চুয়াল ইভেন্টে নতুন মডেলের মুঠোফোনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক।
চারটি মডেলে মিলবে নতুন আইফোন ১২। ৬৪, ১২৮, ২৫৬ জিবি স্টোরেজ সুবিধা থাকা আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো ও আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের মুঠোফোনগুলো পাচ্ছেন ক্রেতারা।
অ্যাপলের সিইও বলেন, ‘ফাইভজি ডাউনলোড ও আপলোড, হাই স্পিড ভিডিও স্ট্রিমিং, রেসপন্সিভ গেমিং, রিয়েল-টাইম ইন্টারঅ্যাকটিভিটি এবং আরও অনেক নতুন ফিচার নিয়ে আসবে আইফোন ১২।’
লাইন আপটির প্রধান মডেল আইফোন ১২-এর ডিসপ্লে ৬.১ ইঞ্চি। এর দাম শুরু হবে ৭৯৯ ডলার থেকে।
৫.৪ ইঞ্চির স্ক্রিনের আইফোন ১২ মিনি সংস্করণটির দাম শুরু হবে ৬৯৯ ডলার থেকে।
তিনটি ক্যামেরা ও নতুন থ্রিডি ‘লিকার’ সেন্সরসহ ৬.১ ইঞ্চি ডিসপ্লের আইফোন ১২ প্রোর দাম শুরু হবে ৯৯৯ ডলার দিয়ে।
এক হাজার ৯৯ ডলার থেকে দাম শুরু হবে ৬.৭ ইঞ্চি ডিসপ্লের আইফোন ১২ ম্যাক্স প্রোর।
নতুন এই মুঠোফোনগুলোতে ওলিড ডিসপ্লের সঙ্গে থাকছে সুরক্ষা প্রদানকারী সিরামিক শিল্ড, যাতে সহজে আঘাত লাগবে না।
টিম কুক বলেন, ‘ফোনগুলোতে ব্যবহার করা হয়েছে এ১৪ বায়োনিক প্রসেসর যা অন্য স্মার্ট ফোনগুলোর প্রসেসরের চেয়ে ৫০ গুণ দ্রুত কাজ করবে।’
১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর থাকায় ফোনগুলোর মাধ্যমে কম আলোতে ভালো ছবি তোলা যাবে। একই সঙ্গে এগুলোতে ব্যবহার করা হয়েছে লিডার স্ক্যানার, যা কম আলোতে ছবির অটোফোকাসের ক্ষেত্রে ছয় গুণ দ্রুত কাজ করবে।
আইফোন ১২-এর মডেলগুলোতে থাকছে না তারযুক্ত চার্জ ও হেডফোনের ব্যবস্থা। ম্যাগনেটিক চার্জিং ও ব্লুটুথ হেডফোন ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা পাবেন তার ব্যবহার থেকে নিষ্কৃতি।
আইফোন ১২ এবং আইফোন ১২ প্রোর আগাম অর্ডার শুরু হবে ১৬ অক্টোবর থেকে। বাজারে আসবে ২৩ অক্টোবর।
আইফোন ১২ মিনি ও আইফোন ১২ প্রো ম্যাক্স বাজারে আসবে ১৩ নভেম্বর। আগাম অর্ডার দেয়া যাবে ৬ নভেম্বর থেকে।
সূত্র: বিবিসি