বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আইফোনের অ্যাপ আইকন বিক্রি করে ৮৪ লাখ টাকা আয়

  •    
  • ৪ অক্টোবর, ২০২০ ১৭:২১

ব্যবহারকারীদের আইফোন কাস্টমাইজ করার সুযোগ দেয় না যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রতিষ্ঠান অ্যাপল। তবে গত মাসে আইওএস ১৪ উন্মোচনের সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, গ্রাহকরা চাইলে হোমস্ক্রিন পুরোপুরি নতুন করে ডিজাইন করতে পারবেন। পাশাপাশি তারা বিভিন্ন অ্যাপের আইকনগুলােকে পছন্দমতো পরিবর্তন করতে পারবেন। 

অ্যাপলের সে ঘোষণা আশীর্বাদ হয়ে এসেছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর গ্রাফিক্স ডিজাইনার ট্রাফের জন্য। তিনি আইফোনের বিভিন্ন অ্যাপের আইকন ডিজাইন করেন। পরবর্তী সময়ে আইকনের এসব ছবি তিনি টুইট করেন। 

সে টুইটের এক সপ্তাহর মধ্যেই আইকনগুলো বিক্রি হয়েছে এক লাখ ডলারের বেশিতে (কমপক্ষে ৮৪ লাখ টাকা)। 

এ নিয়ে ট্রাফ বলেন, তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিতে পেরেছিলেন। এটি তাকে অকল্পনীয় ফল এনে দিয়েছে।

ইউটিউব তারকা মার্কস ব্রাউনলি তার চ্যানেলে আইকনগুলো নিয়ে একটি রিভিউ করেন। তার এ রিভিউ আইকনগুলোর বিক্রিতে প্রভাব ফেলেছে। 

ব্রাউনলির ইউটিউব চ্যানেলে এক কোটি ২০ লাখ সাবস্ক্রাইবার রয়েছে। 

ট্রাফ পাঁচ হাজারের বেশি গ্রাহকের কাছে আইকন বিক্রি করেছেন। বিক্রি থেকে এখন পর্যন্ত তার আয় হয়েছে এক লাখ ৪০ হাজার ডলারেরও বেশি।

বিবিসিকে ট্রাফ বলেন, শুধু অর্থ উপার্জনের জন্য কাজ করলে সেটি সফল হতো না। পছন্দের বিষয়গুলো নিয়ে কাজ করে বিশ্বকে জানান দিতে হবে। বাকি কাজটা করবে ইন্টারনেট।

এ বিভাগের আরো খবর