বিশেষ ডুডল তৈরি করে ২২তম জন্মদিন উদযাপন করছে সার্চ ইঞ্জিন গুগল।
রোববার গুগল তাদের বিশেষ ডুডল প্রকাশ করেছে। সেখানে টুপি পরে, ল্যাপটপ নিয়ে ভিডিও কলে অন্যদের সঙ্গে কথা বলছে গুগলের আদ্যাক্ষর 'জি'। তার পাশেই রয়েছে জন্মদিনের কেক ও উপহার।
২২ বছর আগে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন যৌথভাবে একটি সার্চ ইঞ্জিন তৈরির চেষ্টা শুরু করেন।
১৯৯৮ সালের ৮ সেপ্টেম্বর পিএইচডির একটি প্রকল্প নিয়ে কাজ করতে গিয়ে ল্যারি ও ব্রিনের মাথায় আসে সার্চ ইঞ্জিনের ধারণা। তারা বড় পরিসরে তা করতে গিয়েই উদ্ভাবন করেন গুগল।
গুগলের জন্মদিন নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। অনেকেই দিনটি ৮ সেপ্টেম্বর হিসেবে জানেন। কিন্তু প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন দিনটিকে নির্দিষ্ট করেন ২৭ সেপ্টেম্বর।
গুগল নামটি প্রথমে এখনকার মতো লেখা হতো না। প্রথম নামটি ব্যবহার হয়েছিল গাণিতিক পরিভাষা থেকে।