বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

  • ইমরান হোসেন মিলন, ঢাকা   
  • ২৫ সেপ্টেম্বর, ২০২০ ১৭:৩৯

আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে (আইওআই) ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের তিন প্রতিযোগী।

ব্রোঞ্জ জেতা বাংলাদেশ দলের সদস্যরা হলেন তাসমীম রেজা, রেজোয়ান আরেফিন ও আরমান ফেরদৌস।

চলতি বছরের আয়োজক ছিল সিঙ্গাপুর। তবে করোনাভাইরাসের কারণে স্ব স্ব দেশের কমিটি প্রতিযোগিতার আয়োজন করে। গত ১৬ ও ১৯ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

দেশে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের ইনফরমেশন অ্যাক্সেস সেন্টারে দেশের প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশ নেন। সেখানে সিঙ্গাপুর থেকে আন্তর্জাতিক কমিটির সার্বক্ষণিক অনলাইন নজরদারি করে।

বাংলাদেশের আয়োজন তত্ত্বাবধান করেন বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির সদস্য ড. মোহাম্মদ কায়কোবাদ এবং ড. সোহেল রহমান।

চলতি বছর ৮৭টি দেশ থেকে ৩৪৩ প্রতিযোগী অলিম্পিয়াডে অংশ নিয়েছিলেন।  

স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজিত আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড ১৯৮৯ সালে বুলগেরিয়াতে শুরু হয়। দেশের ছেলেমেয়েদের প্রোগ্রামিংয়ে উৎসাহিত করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপকদের নিয়ে বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটি প্রতিষ্ঠিত হয়।

আন্তর্জাতিক অলিম্পিয়াড থেকে দেশের শিক্ষার্থীরা এ পর্যন্ত দুইটি রূপা ও ১৬টি ব্রোঞ্জ জিতেছে। সেই সঙ্গে ২০১২ সালে বাংলাদেশের বৃষ্টি সিকদার ইতালিতে আয়োজিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয়েছিলেন।

এ বিভাগের আরো খবর