তরুণ গ্রাহকদের লক্ষ্য করে বাংলাদেশে নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি। সেই ধারাবাহিকতায় বাজেট ক্যাটাগরির ‘রিয়েলমি সি১৭’ স্মার্টফোন উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার অনলাইনে ফোনটি উন্মোচন করা হয়।
উন্মোচন অনুষ্ঠানে রিয়েলমি জানায়, বাংলাদেশে ফোনটির গ্লোবাল লঞ্চ হয়েছে। রিয়েলমির স্টোরগুলোতে আগামী বৃহস্পতিবার থেকে ফোনটি পাওয়া যাবে। তবে মঙ্গলবার থেকেই অনলাইন মার্কেটপ্লেস দারাজে এটি বিক্রি শুরু হচ্ছে।
রিয়েলমি সি১৭ স্মার্টফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির ক্যাপসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে। ডিসপ্লে ৯০ হার্জের হওয়ায় এতে পাওয়া যাবে ভালো ভিউ সুবিধা। পাওয়ার ব্যাকআপের জন্য দেয়া হয়েছে শক্তিশালী ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা দেবে ৩৪ দিনের স্ট্যান্ডবাই ও টানা ৩৫ ঘণ্টা কলিং সুবিধা।
ডিভাইসটিতে দেওয়া হয়েছে ১.৮ গিগাহার্জ গতির ১১ ন্যানোমিটার প্রযুক্তির কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪৬০ অক্টা-কোর প্রসেসর।
ডুয়েল ন্যানো সিমের সঙ্গে রয়েছে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা। ফোনটিতে দেয়া হয়েছে ৬ জিবি র্যাম ওবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত।
ডিভাইসটির পেছনে কোয়াড ক্যামেরা সেটআপ দেয়া হয়েছে, যার প্রধান ক্যামেরা১৩ মেগাপিক্সেলের ডেপথ, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও আরেকটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর।
সেলফি তোলার জন্য সামনে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
দেশে ফোনটি পাওয়া যাবে ১৫ হাজার ৯৯০ টাকায়। তবে ই-কমার্স সাইট দারাজে এক হাজার টাকা ছাড়ে ১৪ হাজার ৯৯০ টাকায় ফোনটি পাওয়া যাচ্ছে।