বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেপ্টেম্বর ইভেন্টে নেই আইফোনের খবর

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ সেপ্টেম্বর, ২০২০ ১৮:২২

যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট অ্যাপলের বার্ষিক সবচেয়ে বড় অনুষ্ঠানটি হয় সেপ্টেম্বরে। গত কয়েক বছর ধরে সে অনুষ্ঠানে উন্মোচন করা হয় আইফোন। কিন্তু ব্যতিক্রম ছিল এ বছরের অনুষ্ঠানটি। 

সে অনুষ্ঠানে অ্যাপল ওয়াচ ৬, আইপ্যাড এয়ার ও ফিটনেস প্লাস সাবস্ক্রিপশন নামের ডিভাইস ও সেবা উন্মোচন করা হলেও ছিল না আইফোন। এতে হতাশ হয়েছেন অনেক আইফোনপ্রেমী।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার অ্যাপল পার্কে নতুন বিভিন্ন ডিভাইস তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। সে সময় সবার আগ্রহের বিষয় ছিল আইফোন ১২। কিন্তু গোটা অনুষ্ঠান শেষেও  দেখা মেলেনি ফোনটির।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় অনেকের আশা ছিল, বাজারে আসবে আইফোন ১২। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি।

চলতি বছরের প্রথম প্রান্তিকে অ্যাপল যে আর্থিক প্রতিবেদন প্রকাশ করে, তাতেও আইফোন ১২-এর ঘোষণা আসার ইঙ্গিত ছিল। তবে সে প্রতিবেদনে সেপ্টেম্বরেই আইফোন আসবে, তেমন কিছু বলা হয়নি। তবে ফোনটি ১৩ বা ১৪ অক্টোবর বাজারে আসতে পারে বলে জানিয়েছেন অ্যাপলের এক কর্মকর্তা।

কেমন হবে অ্যাপলের নতুন ডিভাইসগুলো

সর্বশেষ অনুষ্ঠানে হাই-এন্ড সিরিজ হিসেবে বাজারে এসেছে অ্যাপল ওয়াচ ৬। এ ছাড়া প্রতিষ্ঠানটি স্বল্পমূল্যের মধ্যে এনেছে অ্যাপল ওয়াচ এসই। 

হাই-এন্ড সিরিজটিতে দেওয়া হয়ে০ছে ব্লাড-অক্সিজেন সেন্সর, যা দিয়ে শরীরে অক্সিজেনের মাত্রা ও ফুসফুসের অবস্থা জানা যাবে। এসই মডেলে শুধু এ  ফিচারটি বাদে বাকি সব সুবিধাই থাকছে। 

অ্যাপল ওয়াচ ৬-এর মূল্য শুরু হবে ৪৮৮ ডলার থেকে। অন্যদিকে ওয়াচ এসই বিক্রি শুরু হবে ৩৫০ ডলার থেকে। 

নতুন আনা অ্যাপল আইপ্যাড এয়ারে রয়েছে শক্তিশালী এ১৪ প্রসেসর। এ ডিভাইসটির মাধ্যমেই যাত্রা শুরু হলো এ প্রসেসরটির। এই আইপ্যাডে সহজেই ফোরকে রেজুলেশনের ভিডিও এডিট করা যাবে।

করোনার মধ্যেও নতুন ডিভাইসটির দাম কিছুটা বেশি রেখেছে অ্যাপল। ১০.৯ ইঞ্চি আইপ্যাড এয়ারের দাম পড়বে প্রায় ৭৫০ ডলার।   'ফিটনেস প্লাস' নামে প্রথমবারের মতো সাবস্ক্রিপশনভিত্তিক ওয়ার্কআউট প্লাটফর্ম সেবা এনেছে অ্যাপল। এই অ্যাপটি অ্যাপলের অ্যাপ স্টোরে থাকা জনপ্রিয় অ্যাপ 'পেলোটন', 'লেস মিলস' ও 'ফিট'-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। 

ব্যবহারকারীদের ডাটা সংগ্রহ ও বিশ্লেষণ করবে ফিটনেস প্লাস। এর মাধ্যমে ব্যবহারকারীর স্বাস্থ্যের অবস্থা জানান দেবে অ্যাপটি। 

ফিটনেস প্লাসে অন্তত ১০টি ওয়ার্কআউট থাকছে, যা বড় পর্দায় সংযুক্ত করে দেখা যাবে।     মাসিক ১০ পাউন্ড, বার্ষিক ৮০ পাউন্ডে ফিটনেস প্লাস সাবস্ক্রাইব করা যাবে। এ ছাড়া মাসিক ৩০ পাউন্ড সাবস্ক্রিপশন ফিতে একই সঙ্গে আইক্লাউড, আর্কেডিয়া ভিডিও গেইম ও অ্যাপল মিউজিকের সুবিধা নেওয়া যাবে।

এ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ছয়টি দেশে এই সেবা চালু করবে অ্যাপল। পরবর্তী সময়ে অন্যান্য দেশেও এ সেবা চালু হবে।

এ বিভাগের আরো খবর