প্রাক্তন স্ত্রী ধনশ্রী ভার্মার পরকীয়ার অভিযোগের জবাবে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। এক সাক্ষাৎকারে চাহাল বলেন, ‘এই অভিযোগগুলো ‘পুরোপুরি ভিত্তিহীন ও ক্লান্তিকর’ এবং তার জীবনের অতীত অধ্যায়কে টেনে এনে বিতর্ক সৃষ্টি করা অযৌক্তিক।’
সম্প্রতি রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এ ধনশ্রী দাবি করেন, বিয়ের মাত্র দুই মাসের মধ্যেই চাহাল তার প্রতারণা করেছিলেন। এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
সেই অভিযোগের প্রতিক্রিয়ায় চাহাল হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘আমি একজন খেলোয়াড়, আমি প্রতারণা করি না। যদি কেউ দুই মাসের মধ্যেই প্রতারণা করত, তাহলে সম্পর্কটা চার বছর টিকত নাকি? আমার কাছে এই অধ্যায় শেষ। আমি আমার জীবনে এগিয়ে গেছি, অন্যদেরও তাই করা উচিত।’
চাহাল আরো বলেন, ‘আমাদের বিয়ে ছিল প্রায় চার-সাড়ে চার বছরের।
যদি শুরুতেই প্রতারণা হতো, তাহলে সম্পর্ক চলত না। আমি আগেই বলেছি, আমি অতীত ভুলে গেছি। কিন্তু কেউ কেউ এখনো সেখানে আটকে আছে। তারা যা খুশি করতে পারে। আমি এসব নিয়ে চিন্তিত নই।’
এই প্রসঙ্গে এটিই তার শেষ মন্তব্য বলেও জানান চাহাল। ‘আমি এই অধ্যায় চিরতরে শেষ করেছি। কেউ কিছু বললেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, কিন্তু সত্য একটাই—যারা আমার কাছের মানুষ, তারা সেটা জানেন। আমার জন্য এই অধ্যায় শেষ, আমি আর কখনো এ বিষয়ে কিছু বলতে চাই না।’
বর্তমানে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত উন্নতিতেই মনোযোগ দিচ্ছেন ৩৫ বছর বয়সী এই স্পিনার। ‘আমি এখন আমার জীবন আর খেলাতেই মনোযোগ দিতে চাই,’— বলেন চাহাল।
২০২০ সালের ডিসেম্বরে চাহাল ও ধনশ্রীর বিয়ে হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তারা বিবাহবিচ্ছেদের আবেদন করেন, যা ২০২৫ সালের শুরুর দিকে আদালতের মাধ্যমে চূড়ান্ত হয়।