বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বকাপ থেকে লজ্জাজনক বিদায় ব্রাজিলের

  • ক্রীড়া ডেস্ক   
  • ৫ অক্টোবর, ২০২৫ ২০:৪১

চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে বড় ধাক্কা খেল ব্রাজিল। রামন মেনেজেসের নেতৃত্বে তিন ম্যাচে দুই হার ও এক ড্র নিয়ে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে পাঁচবারের সাবেক চ্যাম্পিয়ন ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল।

১৯৭৭ সালে ফিফা যুব চ্যাম্পিয়নশিপ হিসেবে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এবার ২০তমবারের মতো অংশ নেয় ব্রাজিল। আগের ১৯ আসরে দলটি পাঁচবার চ্যাম্পিয়ন ও চারবার রানার্সআপ হয়েছিল। এর আগে সবচেয়ে খারাপ ফল এসেছিল ২০০৭ সালে, যখন দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় দলটি। এবার সেটিও ছাড়িয়ে গ্রুপ পর্বেই চতুর্থ হয়ে বিদায় নিতে হলো সেলেসাওদের।

গ্রুপের প্রথম ম্যাচে মেক্সিকোর সঙ্গে ২-২ ড্র এবং মরক্কোর কাছে ২-১ ব্যবধানে হেরে সান্তিয়াগোতে গত শনিবার স্পেনের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না ব্রাজিলের সামনে। দুই দলের জন্যই ম্যাচটি ছিল ‘ডু অর ডাই’।

ম্যাচের ৪৭তম মিনিটে ইকার ব্রাভোর একমাত্র গোলে স্পেন এগিয়ে যায় এবং সেই গোলেই জয় পায় স্পেন। তবে জয় পেলেও তাদেরও পরের পর্বে ওঠা এখনো নিশ্চিত হয়নি। ২৪ দলের এই আসরে ৬ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের পাশাপাশি সেরা চার তৃতীয় স্থানধারী দল পরের পর্বে খেলবে। স্পেন আপাতত সেই তালিকায় অপেক্ষায় রয়েছে।

গ্রুপ থেকে মরক্কো ও মেক্সিকো যথাক্রমে ৬ ও ৫ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। ফলে বিদায়ের সুর বাজল ব্রাজিলের জন্য।

অন্যদিকে, ‘ডি’ গ্রুপে থাকা আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল দুর্দান্ত ফর্মে রয়েছে। কিউবাকে ৩-১ ও অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারানোর পর গত শনিবার রাতে ইতালিকে ১-০ ব্যবধানে হারিয়ে তারা গ্রুপসেরা হয়েছে।

এ বিভাগের আরো খবর