গেল মাসে কোমরের ইনজুরি থাকা শর্তেও ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বুলগেরিয়া এবং তুরস্কের বিপক্ষে পেইনকিলার খাইয়ে লামিনে ইয়মালকে ৯০ মিনিট করে খেলিয়েছেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে। এমন সহজ প্রতিপক্ষের বিপক্ষে দলের গুরুত্বপূর্ণ সদস্যকে পুরো ম্যাচ খেলানোর কারণে তখন হ্যান্সি ফ্লিক ফুয়েন্তের কঠোর সমালোচনা করেছেন। সেই সঙ্গে জাতীয় দলের কোচ খেলোয়াড়দের যত্ন নেন না বলেও অভিযোগ করেছিলেন এই জার্মান মাস্টারমাইন্ড।
ফিফা উইন্ডো শেষেও সেই ইনজুরিতে ভুগেছিলেন ইয়ামাল। ক্লাবের হয়ে মিস করেছেন চারটিতে ম্যাচ। যদিও সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজির বিপক্ষে খেলেছিলেন ইয়ামাল। তবে তিনি যে এখনো ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। যার কারণে বার্সার তরফ থেকে জানানো হয়েছে, জাতীয় দলের জন্য ইয়ামালকে ছাড়বে না ক্লাব।
আগামী ১২ অক্টোবর জর্জিয়া এবং ১৫ অক্টোবর বুলগেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে স্পেন। এই দুই ম্যাচের জন্য গত শুক্রবার লামিনে ইয়ামালকে নিয়ে ২৬ সদস্যদের দল ঘোষণা করেছে স্পেন ফুটবল অ্যাসোসিয়েশন। এর পরই বার্সোলোনা এক বিবৃতি প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘পিএসজির বিপক্ষে খেলার পর লামিনে ইয়ামালের কুঁচকির সমস্যা ফিরে এসেছে। যার কারণে তিনি সেভিয়ার বিপক্ষে ম্যাচটি মিস করবেন এবং সুস্থ হয়ে মাঠে ফিরতে তার ২-৩ সপ্তাহ লাগবে বলে অনুমান করা হচ্ছে।’ সেই সঙ্গে আগামী ২৬ অক্টোরব ‘এরো ক্লাসিকোতে’ ইয়ামালকে পাওয়া যাবে কি না, সেটা নিয়েও রয়েছে শঙ্কা।