টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ দল বৃহস্পতিবার দুপুর দুইটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
তাদের বরণের জন্য কমলাপুরে বিআরটিসির বাস ডিপো থেকে একটি ছাদখোলা বাস এরই মধ্যে বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছে।
বাসটির সামনে বড় করে লেখা হয়েছে, ‘চ্যাম্পিয়ন’।
সাবিনারা বিমানবন্দরে পৌঁছালে তাদের ছাদখোলা বাসে করে সরাসরি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের সংবর্ধনা দেয়া হবে।
সাফ নারী চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রেখেছে বাংলাদেশের মেয়েরা। এই জয়যাত্রায় ফাইনালে আবারও তাদের কাছে হেরেছে স্বাগতিক নেপাল। এর মধ্য দিয়ে সাফে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের মেয়েরা।
কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বুধবার স্বাগতিক নেপালের বিরুদ্ধে ম্যাচের ৫২তম মিনিটে দারুণ এক আক্রমণে বাংলাদেশকে এগিয়ে নেন মনিকা চাকমা। অবশ্য তিন মিনিট পরই দলকে সমতায় ফেরান নেপালি ফরোয়ার্ড আমিশা।
ম্যাচের ৮১তম মিনিটে দারুণ এক আক্রমণে বাংলাদেশকে জয়সূচক গোলটি এনে দেন ঋতুপর্ণা চাকমা।