রাওয়ালপিন্ডি টেস্টে লিড নিয়েছে সফরকারী বাংলাদেশ। অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ৪৭ রানে এগিয়ে টাইগাররা। হাতে আছে ৪ উইকেট।
প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে চতুর্থ দিনের চা-বিরতি পর্যন্ত ৬ উইকেটে ৪৯৫ রান করেছে বাংলাদেশ। ১৭৩ রানে অপরাজিত রয়েছেন মুশফিক।
শুক্রবার তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৩১৬ রান করেছিলো টাইগাররা। সে হিসাবে সফরকারীরা ৫ উইকেট হাতে নিয়ে ১৩২ রানে পিছিয়ে ছিলো। মুশফিক ৫৫ ও লিটন দাস ৫২ রানে অপরাজিত ছিলেন।
শনিবার দিনের নবম ওভারে পাকিস্তানের পেসার নাসিম শাহর বলে ৫৬ রানে আউট হন লিটন। ৭৮ বল খেলে ৮টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি। ষষ্ঠ উইকেট জুটিতে মুশফিকের সঙ্গে ১১৪ রান যোগ করেন লিটন।
লিটন প্যাভিলিয়নে ফেরার পর মেহেদি হাসান মিরাজকে নিয়ে বাংলাদেশের রানের চাকা সচল রাখেন মুশফিক। ইনিংসের ১১৬তম ওভারে টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরির দেখা পান মুশফিক। ১৩৭তম ওভারে পাকিস্তানের রান টপকে বাংলাদেশকে লিড এনে দেন মুশফিক-মিরাজ। জুটিতে অবিচ্ছিন্ন ১৬৩ রান তুলে চা-বিরতিতে যান মুশফিক-মিরাজ।
২০টি চার ও ১টি ছক্কায় ৩১৪ বলে ১৭৩ রানে অপরাজিত আছেন মুশফিক। ৩টি চারে ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেছেন মিরাজ। টেস্টে এটি সপ্তম হাফ-সেঞ্চুরি মিরাজের।
পাকিস্তানের পক্ষে নাসিম শাহ ও খুররাম শাহজাদ ২টি করে উইকেট নিয়েছেন।