বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অধিনায়ক হিসেবে ‘প্রথম’ স্বাদ গিলের

  • ক্রীড়া ডেস্ক   
  • ১৪ অক্টোবর, ২০২৫ ২২:২৭

আহমেদাবাদের পর দিল্লি টেস্টেও ভারতের জয় অনুমিতই ছিল। মঙ্গলবার পঞ্চম ও শেষ দিন জয়ের জন্য স্বাগতিকদের দরকার ছিল স্রেফ ৫৮ রান। ৭ উইকেটের জয়ে ২-০ ব্যবধানে সিরিজও নিজেদের করে নিয়েছে ভারত। দলের লাল বলের অধিনায়ক হিসেবে এটিই শুবমান গিলের প্রথম সিরিজ জয়।

জয়ের জন্য গত সোমবার চতুর্থ দিন ১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ভারত। সেদিন ১ উইকেটে ৬৩ রানে খেলা শেষ করেন লোকেশ রাহুল ও সাই সুদর্শন। মঙ্গলবার শেষ দিন ৫৮ রান তুলতে আরও ২ উইকেট হারার স্বাগতিকরা। ১১তম ওভারে রোস্টন চেজের বলে ক্যাচ তুলে দিয়ে ফিরেন সুদর্শন (৩৯)। অধিনায়ক গিল আউট হন দ্রুতই, ১৩ রান করে। আরেক প্রান্ত আগলে রেখে ফিফটি করে দলকে জিতিয়েই ফিরেন রাহুল (৫৮*)। আরেক অপরাজিত ব্যাটার ধ্রুভ জুরেল (৬*)।

জয়ের পর গিল জানান, অধিনায়কের দায়িত্বে নিজেকে মানিয়ে নিচ্ছেন তিনি। এ ডানহাতি ব্যাটার বলেন, ‘ভারতকে নেতৃত্ব দিতে পারা অনেক বড় সম্মানের। বলতে পারেন, এখন এসবে অভ্যস্ত হয়ে উঠছি। দলকে সামলানো, অধিনায়কত্ব করা, এসব বড় প্রাপ্তি।’ এ বিষয়ে গিল আরও বলেন, ‘‘অধিনায়কত্বের ব্যাপারটি হলো, ম্যাচের পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়া। ম্যাচের অবস্থা বুঝে আমি সেরা বিকল্পটি বেছে নিতে চেষ্টা করি। কখনো কখনো সাহসী সিদ্ধান্ত নিতে হয়, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ‘এক্স-ফ্যাক্টর’ হয়ে গুরুত্বপূর্ণ রান করতে পারে বা উইকেট নিতে পারে, সেটি ঠিক করতে হয়।’’

আহমেদাবাদে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১৪০ রানের ব্যাবধানে হার দেখে ওয়েস্ট ইন্ডিজ। সে হিসেবে দ্বিতীয় টেস্টে ভালো পারফর্ম করেছে ক্যারিবিয়ানরা। এখানে দুই ইনিংস মিলিয়ে ২০০ ওভারের বেশি ব্যাট করেছে রোস্ট চেজের দল। নিজেদের দ্বিতীয় ইনিংসে ফলো অনে পড়া সফরকারীরা ব্যাট করে ১১৮.৫ ওভার। ১১৫ রান করেন ওপেনার জন ক্যাম্পবেল। ১০৩ রান আসে শেই হোপের ব্যাট থেকে। ফিফটি করে অপরাজিত থাকেন জাস্টিন গ্রিভস। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় সবগুলো উইকেটের বিনিময়ে ৩৯০। তবে ভারতের প্রথম ইনিংসে করা ৫ উইকেটে ৫১৮ রানের জন্য সেটিও যথেষ্ট হয়নি। নিজেদের প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের সংগ্রহ ছিল ২৪৮।

দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিতে ম্যাচসেরা কুলদিপ যাদব। আর দুই টেস্টের এক ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়েই অপরাজিত সেঞ্চুরি হাঁকানো রবীন্দ্র জাদেজা সিরিজসেরা। দুই টেস্টে ৮ উইকেট নেন এ অভিজ্ঞ অলরাউন্ডার।

এ জয়ে কোনো এক প্রতিপক্ষের বিপক্ষে টানা সর্বোচ্চ সিরিজ জয়ে দক্ষিণ আফ্রিকার পাশে বসেছে ভারত। ১৯৯৮ থেকে ২০২৪ পর্যন্ত এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই লাল বলের টানা ১০ সিরিজ জিতে প্রোটিয়ারা। আর ২০০২ থেকে এ পর্যন্ত সেই ক্যারিবিয়ানদের সঙ্গেই টানা ১০টি টেস্ট সিরিজ জিতল ভারতীয়রা। অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সিরিজ জয়ের পর ব্যস্ততা কমছে না গিলের। আজ বুধবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবে ভারত। সেখানে ওয়ানডে অধিনায়ক হিসেবে নতুন পথচলা শুরু হবে ২৬ বছর বয়সি গিলের।

এ বিভাগের আরো খবর