বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন নাচো

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৪ মে, ২০২৪ ১৮:১৫

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা কিংবদন্তি মেসি-সুয়ারেজ-বুসকেতসদের পদাঙ্ক অনুসরণ করতে চলেছেন ৩৪ বছর বয়সী এ স্প্যানিশ।

চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক নাচো ফের্নান্দেস। মাদ্রিদের অ্যাকাডেমিতে বেড়ে ওঠা নাচো ক্যারিয়ারের শেষ সময়ে নতুন চ্যালেঞ্জ নিতেই তার ‘প্রাণের ক্লাব’ ছাড়তে চান বলে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে।

চলতি মৌসুমেই রিয়ালের সঙ্গে নাচোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপর তিনি আর তা বাড়াতে চান না বলে খবরে বলা হয়েছে। এমনকি তার সম্ভাব্য গন্তব্য সম্পর্কেও জানা গেছে। আগামীতে যুক্তরাষ্ট্রের লিগ এমএলএসে খেলতে চান তিনি। খবর ইউএনবির।

২০১১ সালে রিয়ালের সাদা জার্সি গায়ে জড়ানোর পর আর কোনো ক্লাবে খেলেননি নাচো। এক যুগ পর ক্যারিয়ারের শেষ সময়ে এসে কেন রিয়াল ছাড়ছেন তিনি? এমন প্রশ্নের উত্তর খুঁজেছে মার্কা।

সংবাদমাধ্যমটির দাবি, টাকা নয়, মূলত নতুন চ্যালেঞ্জ ও জীবনে ভিন্ন মাত্রা আনতেই এমএলএসে যেতে চান নাচো। গতবছর ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান তাকে দলে ভেড়ানোর চেষ্টা করে, কিন্তু ইউরোপিয়ান ফুটবলের চাপে আর কাঁধে নিতে চান না তিনি। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা কিংবদন্তি মেসি-সুয়ারেজ-বুসকেতসদের পদাঙ্ক অনুসরণ করতে চলেছেন ৩৪ বছর বয়সী এ স্প্যানিশ।

এমএলএসের কোন ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি- এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে সাবেক সতীর্থ গ্যারেথ বেলের বর্তমান ঠিকানা লস অ্যাঞ্জেলেস এফসিতে তার নতুন ঠিকানা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।

রিয়াল মাদ্রিদের জার্সি পরে ৩৫৭ ম্যাচে মাঠে নেমেছেন নাচো। এ সময়ে তিনি পাঁচটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ, তিনটি লা লিগা, চারটি উয়েফা সুপার কাপ, দুটি কোপা দেল রে ও পাঁচটি স্প্যানিশ সুপার কাপ মিলিয়ে সর্বমোট ২৪টি শিরোপা জিতেছেন ইতোমধ্যে।

চলতি মৌসুমেও লা লিগা জয়ের দ্বারপ্রান্তে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্নের সঙ্গে ২-২ গোলে ড্র করে ভালো অবস্থানে রয়েছে তার দল। ফিরতি লেগে আগামী বুধবার সান্তিয়াগো বের্নাবেউতে বাভারিয়ানদের আতিথ্য দেবে রিয়াল। ফলে রিয়ালে ক্যারিয়ারের শেষ মৌসুমে এই দুই শিরোপা উঁচিয়ে বিদায় নিতে পারেন তিনি।

এ বিভাগের আরো খবর