বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গর্জে উঠুক বাংলাদেশ, জেগে উঠুক বাংলাদেশ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৮ মার্চ, ২০২৪ ০৯:১৭

আজকের ম্যাচে বাংলাদেশকে সবচেয়ে বেশি উজ্জীবিত করবে একটি পরিসংখ্যান। সেটা হলো গত এক দশকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর বাংলাদেশ আর সিরিজ হারেনি।

প্রথম ম্যাচের আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছিল টাইগাররা। নানা উত্থান-পতন ছিল ব্যাটিং ইনিংসে। সব মিলিয়ে লড়াকু এক পুঁজিই গড়েছিল টাইগাররা। বোলিং ইনিংসে জয়ের আশাও জাগিয়েছিল তাসকিন-শরিফুলরা, কিন্তু শেষ পর্যন্ত পাথুম নিশাঙ্কা আর চারিথ আশালঙ্কার জুটিতে জয়টা অধরাই থেকে গেছে।

অপেক্ষা বেড়েছে সিরিজ জয়ের। সোমবার সকাল ১০টায় আবারও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্যে তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। খেলার চলতি ধারাবিবরণী সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার।

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচই ছিল দিবা-রাত্রির, যেখানে প্রথম ওয়ানডেতে জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটা নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা, তবে দুই ম্যাচেই একটা মিল ছিল। পরের ইনিংসে যারা ব্যাট করেছে, তারাই জয়ের স্বাদ পেয়েছে। এর পেছনে বড় কারণ ছিল চট্টগ্রামের আবহাওয়ার।

প্রচুর শিশির দেখা গেছে দুই ম্যাচেই, যেটা ব্যাটিং দলকে বেশ খানিকটা সুবিধা দিয়েছে। আর সেটাই কাজে লাগিয়েছে তারা। সিরিজের শেষ ম্যাচটা অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। তাই এ ম্যাচে আবহাওয়া দুই দলের জন্যই সমান থাকবে।

ম্যাচের রেজাল্টে ভূমিকা থাকবে না শিশিরের। সে ক্ষেত্রে নিজেদের শক্তিকেই কাজে লাগিয়ে যারা ভালো খেলতে পারবে, জয়টা হবে তাদেরই প্রাপ্য।

প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ায় তৃতীয় ম্যাচের দল থেকে বাদ পড়েছেন ওপেনার লিটন দাস। সে ক্ষেত্রে আজকের ম্যাচে নিশ্চিতভাবেই পরিবর্তন আসবে বাংলাদেশ দলে। লিটনের পরিবর্তে দলে সুযোগের অপেক্ষায় রয়েছে অন্য দুই ওপেনার এনামুল হক বিজয় আর তানজিদ হাসান তামিম। দুইজনই আছেন ফর্মে, তবে ওপেনিং পজিশনে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কেই।

পরিবর্তন আসবে বোলিং লাইনেও। ইনজুরিতে পড়েছেন পেসার তানজিম হাসান সাকিব। তার পরিবর্তে একাদশে দেখা যেতে পারে পেসার হাসান মাহমুদকে।

ডিপিএলে দুর্দান্ত সময় পার করছিলেন তিনি। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাই হাসান মাহমুদের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনাই বেশি।

ইনজুরিতে ছিটকে গেছেন শ্রীলঙ্কার বামহাতি পেসার দিলশান মাদুশঙ্কাও, যেটা কিছুটা হলেও স্বস্তি দেবে বাংলাদেশকে।

শেষ দুই ম্যাচেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপে একটা জিনিসে বেশ মিল দেখা গেছে। দুই ম্যাচেই বাকিরা ছিল মোটামুটি ব্যর্থদের কাতারেই। দলের এক থেকে দুজন হাল ধরেছে। প্রথম ম্যাচে ছিল টপ অর্ডার আর দ্বিতীয় ম্যাচে ছিল মিডল অর্ডার। তৃতীয় ম্যাচে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেয়া যাবে না কোনোভাবেই।

চট্টগ্রামের মাঠকে বরাবরই বলা হয় রানের স্বর্গরাজ্য, যেখানে ওয়ানডেতে ম্যাচে জয়ের জন্য তিন শর বেশি রানের পুঁজি দাঁড় করাতে হবে। সে ক্ষেত্রে বাংলাদেশ যদি আগে ব্যাট করে তাহলে ৩২০ থেকে ৩৩০ রানের স্কোর করতে হবে। আর প্রথমে বোলিং করলে লঙ্কানদের আটকে রাখতে হবে ২৭০ থেকে ২৮০ রানের মধ্যে।

আজকের ম্যাচে জয়ের জন্য ব্যাটিংয়ে দায়িত্ব নিতে হবে টপ অর্ডার ব্যাটারদের। বিশেষ করে সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত আর তৌহিদ হৃদয়কে ব্যাটিংয়ে ধারাবাহিকতা আনতে হবে। একই সঙ্গ রানে ফিরতে হবে মুশফিকুর রহিমকেও। ওপেনিং জুটিকে পার করতে হবে অন্তত ১০ থেকে ১৫ ওভার।

এ ম্যাচে বোলিংয়ের নেতৃত্বটা থাকবে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের হাতেই। গত কিছুদিন ধরে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছেন এ পেসার। বিপিএলে সবার কম ম্যাচ খেলেও ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি। লঙ্কানদের বিপক্ষে পার করছেন ভালো সময়। সেটারই ধারাবাহিকতা ধরে রাখতে হবে আজকের ম্যাচে।

আজকের ম্যাচে বাংলাদেশকে সবচেয়ে বেশি উজ্জীবিত করবে একটি পরিসংখ্যান। সেটা হলো গত এক দশকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর বাংলাদেশ আর সিরিজ হারেনি।

এ সময়ের মধ্যে যে সিরিজগুলো বাংলাদেশ হেরেছে, তার সবগুলোতেই বাংলাদেশ হেরেছিল প্রথম ম্যাচ, তবে খাতা-কলমের হিসাব বাইরে রেখে বাংলাদেশকে পারফর্ম করতে হবে মাঠে। জয়ের জন্য সমান গুরুত্ব দিতে হবে সব বিভাগেই। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই দিতে হবে ১২০ শতাংশ।

ওয়ানডে সিরিজ জয় করে টেস্টের জন্য বাংলাদেশ আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুক, সেটাই প্রত্যাশা।

এ বিভাগের আরো খবর