টি-টোয়েন্টি মানেই চার-ছক্কার খেলা। সেটা যদি হয় কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, তাহলে সেই চাহিদাটা বেড়ে যায় আরও কয়েক গুণ। তবে বিপিএলের শুরুর দিকে খুব একটা বড় রানের ম্যাচ দেখা যায়নি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে রানের পরিমাণ। বিশেষ করে চট্টগ্রাম পর্বের প্রথম দিনেই রানের পাহাড় গড়েছে দলগুলো।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রতি বিপিএলেই রানের দেখা মেলে। তাই দর্শকদের আগ্রহও থাকে এই ম্যাচগুলো নিয়ে। তৃষ্ণা মেটাতে চান বিপিএলের চার-ছক্কা দেখার। সেটা বেশ ভালোভাবেই পূরণ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইংলিশ ওপেনার উইল জ্যাকস আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানরা।
বিপিএল শুরুর আগে বিসিবির টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল ইসলাম বলেছিলেন, ‘এবারের বিপিএল ১৮০ থেকে ২০০ বা ২২০ রানের উইকেট বানানো হবে। সেভাবেই উইকেট তৈরি করছি আমরা। যারা ভালো ব্যাট করবে তারা রান পাবে। যারা ভালো বল করবে তারা উইকেট পাবে।’
চট্টগ্রাম পর্বের প্রথম দিনে মঙ্গলবার মিলেছে সে কথার বাস্তব প্রতিচ্ছবি। দিনের প্রথম ম্যাচেই রেকর্ড ২৩৯ রান করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন উইল জ্যাকস। লিটন দাসও খেলেছেন ৩১ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস। জ্যাকস-লিটনদের সঙ্গে সুর মিলিয়েছে মঈন আলিও। শেষদিকে তিনি খেলেছেন ২৪ বলে ৫৩ রানের ইনিংস।
আবার সেরা বোলাররা যে উইকেট পাবেন, সেটার বাস্তবতা মিলেছে দ্বিতীয় ইনিংসে। দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার হিসেবে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন মঈন আলি। সব মিলিয়ে তিনি শিকার করেছেন ৪ উইকেট। প্রথম ম্যাচ খেলতে নেমেই নিজেকে প্রমাণ করেছেন দেশি লেগস্পিনার রিশাদ হোসাইন। তিনিও শিকার করেছেন সমান ৪ উইকেট।
একই চিত্র দেখা গেছে দিনের দ্বিতীয় ম্যাচেও। প্রথমে ব্যাট করে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স সংগ্রহ করেছিল ২১৯ রান। দুর্দান্ত ব্যাটিং করেছিল বাংলাদেশি তিন ক্রিকেটার সাকিব আল হাসান, শেখ মাহেদী ও নুরুল হাসান সোহান। ৩১ বলে সাকিব করেছিল ৬৯ রান, ৩৬ বলে মাহেদী করেছিল ৬০ রান আর শেষদিকে নুরুল হাসান সোহান করেছিল ১৩ বলে ৩২ রান।
বোলিংয়েও বেশ ভালোই করেছেন দেশি ক্রিকেটাররা। ৩ ওভার ২ বলে সাকিবের শিকার ২ উইকেট। সমান একটা করে উইকেট শিকার করেছেন শেখ মাহেদী আর হাসান মাহমুদ।
সব মিলিয়ে চট্টগ্রাম পর্বের প্রথম দিনটা বেশ ভালোই কেটেছে দেশি ক্রিকেটারদের। এ বছরই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে দেশি ক্রিকেটারদের এমন পারফরম্যান্স নিশ্চিতভাবেই আশা দেখাচ্ছে বিশ্বকাপে ভালো কিছু করার।