বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রামে তীক্ষ্ণ প্রতিদ্বন্দ্বিতার উষ্ণ স্পন্দন দেখা যাবে

  •    
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ২৩:৫২

বিপিএলের এবারের আসরে চট্টগ্রাম পর্বে রাখা হয়েছে মোট ১২টি ম্যাচ। এই পর্বটি যথেষ্টই গুরুত্বপূর্ণ। কারণ বিপিএল মাতাতে যেসব বিদেশি খেলোয়াড় আসার কথা ছিল, তাদের বেশিরভাগই যোগ দেবেন এই পর্বে। তাই লড়াইটাও হবে হাড্ডাহাড্ডি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মঙ্গলবার মাঠে গড়াবে সাগর পাড় চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের প্রতি আসরেই রান-বন্যা দেখা যায়।

বিপিএলের এবারের আসরে চট্টগ্রাম পর্বে রাখা হয়েছে মোট ১২টি ম্যাচ। দেশের দ্বিতীয় বৃহত্তম নগরীতে তুলনামূলক কম ম্যাচ রাখায় সমালোচনা হতেই পারে। তবে, সেসব বাদ দিলে বেশকিছু কারণে এ পর্বটাই গুরুত্বপূর্ণ দলগুলোর জন্য। প্রথমত, বিপিএল মাতাতে যেসব বিদেশি খেলোয়াড় আসার কথা ছিল, তাদের বেশিরভাগই যোগ দেবেন এই পর্বে। তাই লড়াইটাও হবে হাড্ডাহাড্ডি।

চট্টগ্রাম পর্ব গুরুত্বপূর্ণ হওয়ার সবচেয়ে বড় কারণ হতে পারে পয়েন্ট টেবিলের অবস্থান। এ পর্বেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে যেকোনো দুই দলের। বাকি দুই দলকে অবশ্য অপেক্ষা করতে হবে ঢাকা পর্বে ফেরার জন্য।

এই পর্বে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলবে ৪টি ম্যাচ। যেখানে তাদের লড়াই করতে হবে কঠিন ৩টি দলের সঙ্গে (খুলনা টাইগার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স)। বর্তমান সময়টা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ভালো না কাটলেও জয় ছাড়া বিকল্প কিছু নেই প্লে-অফ নিশ্চিত করতে চাইলে। প্লে-অফ নিশ্চিত করতে এই ৩ ম্যাচের অন্তত একটিতে জিততে হবে। পাশাপাশি হারাতে হবে হারের বৃত্তে থাকা দুর্দান্ত ঢাকাকে। স্বাগতিক ক্রাউডের সাপোর্ট নিয়ে সেটাই একমাত্র লক্ষ্য হবে চট্টগ্রামের।

প্লে-অফে টিকে থাকতে এই পর্বে তামিম ইকবালের ফরচুন বরিশালকে দিতে হবে কঠিন পরীক্ষা। শেষ ম্যাচে দুর্দান্ত ঢাকাকে হারিয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে উঠে এলেও তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে খুলনা টাইগার্স। ৮ ম্যাচ খেলে ৪ জয়ে ৮ পয়েন্ট বরিশালের।

চট্টগ্রাম পর্বে তামিমরা খেলবে ৩টি ম্যাচ। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে তুলনামূলক দুর্বল দুর্দান্ত ঢাকা, সিলেট স্ট্রাইকার্স। তবে, তৃতীয় ম্যাচে তামিমদের পরীক্ষা দিতে হবে সাকিব আল হাসানের রংপুরের বিপক্ষে। প্লে-অফ নিশ্চিত করতে চাইলে তামিমদের জিততে হবে এই ম্যাচে।

তবে যদি কোনো এক ম্যাচে পরাজয়ের তেতো স্বাদ পায়, তাহলে শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হবে অলিখিত সেমিফাইনাল ম্যাচ। যদি তারা কোনো ‘যদি’, ‘কিন্তু’ ছাড়াই প্লে-অফ খেলতে চায়।

এ বিভাগের আরো খবর