আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার ব্লুমফোন্টেইনে শনিবারের এ ম্যাচের মধ্য দিয়ে যুব বিশ্বকাপ মিশন শুরু হলো বাংলাদেশের।
৫০ ওভারের ম্যাচে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ১৩ ওভার শেষে দুই উইকেট হারিয়ে করেছে ৬২ রান।
বাংলাদেশ একাদশ: আশিকুর রহমান শিবলী, জিসান আলম, চৌধুরী মো. রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রোহানাত দৌলাহ বর্ষণ, ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা।
ভারত একাদশ: আদর্শ সিং, আরশিন কুলকার্নি, মুশির খান, উদয় সাহারান (অধিনায়ক), শচীন দাস, প্রিয়ানশু মলিয়া, আরাভেলি অবনিশ, মুরুগান অভিষেক, রাজ লিম্বানি, নমান তিওয়ারি ও সৌমি পান্ডে।