বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শূন্য রানে ৬ উইকেট খুইয়ে অলআউট ভারত

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ জানুয়ারি, ২০২৪ ২১:৫১

এক ইনিংসে ছয়জন ‘ডাক’ মারায় রেকর্ডবুকে জায়গা করে নিয়েছে ভারতের এই ইনিংসটি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে ৬টির বেশি ডাক মারার রেকর্ড নেই আর কোনো দলের। তবে ভারত একাই এই রেকর্ডের অংশীদার নয়।

দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে সর্বনিম্ন রানের লজ্জা দেয়ার পর ভালোই এগোচ্ছিল ভারতের প্রথম ইনিংস। যশস্বী জাইসওয়াল শূন্য রানে ফেরার পর ভারতকে ১৫৩ রানে পৌঁছে দেন পরের তিন ব্যাটার। মাঝে শ্রেয়াস আইয়ার ফেরেনে রানের খাতা না খুলেই। কিন্তু তারপরই আসে বিপর্যয়; পরের ছয় ব্যাটারের কেউই রান করতে পারেননি। সবাই শূন্য রানে সাজঘরের পথ ধরলে ওই ১৫৩ রানেই গুটিয়ে গেছে ভারতের ইনিংস।

প্রোটিয়াদের ৫৫ রানে অলআউট করার পর ১৫৩ রানে প্রথম ইনিংস শেষ করে ৯৮ রানের লিড পেয়েছে ভারত।

এদিন ভারতের সাতজন ব্যাটারকেই শূন্য রানে ফিরতে হয়েছে। এর মধ্যে একজন অবশ্য আউট না হলেও দল অলআউট হওয়ায় শূন্য রানে ফিরেছেন। ভারতের হয়ে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৪৬ রান। এ ছাড়া অধিনায়ক রোহিত শর্মা ৩৯ ও শুভমান গিল ৩৬ রান করেন। উইকেটরক্ষক লোকেশ রাহুল করেন মাত্র ৮ রান। বাকি সবাই ফিরেছেন খালি হাতে।

দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও নান্দ্রে বুর্গার তিনটি করে উইকেট নিয়েছেন। আর প্রথম ইনিংসে একাই দক্ষিণ আফ্রিকার ছয় উইকেট নেয়া মোহাম্মদ সিরাজ প্রথম বলেই রান আউট হয়ে যান।

এক ইনিংসে ছয়জন ‘ডাক’ মারায় রেকর্ডবুকে জায়গা করে নিয়েছে ভারতের এই ইনিংসটি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে ৬টির বেশি ডাক মারার রেকর্ড নেই আর কোনো দলের। তবে ভারত একাই এই রেকর্ডের অংশীদার নয়। এর আগেও ইংল্যান্ডের বিপক্ষে ২০১৪ সালে ম্যানচেস্টারে ছয় ব্যাটারের শূন্য রানে আউট হওয়ার রেকর্ড আছে তাদের।

তবে এই রেকর্ড সবচেয়ে বেশিবার ছুঁয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুবার ও শ্রীলঙ্কার সঙ্গে একবার মিলিয়ে মোট সর্বোচ্চ তিন ইনিংসে টাইগারদের ছয় ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। এ ছাড়া পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডেরও একবার করে এই রেকর্ড রয়েছে।

এর মধ্যে প্রথম দিন শেষ হতে না হতেই দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। তবে এ ইনিংসেও ভারতের বোলারদের সামনে ভুগছেন প্রোটিয়া ব্যাটাররা। ৬২ রান তুলতে গিয়ে তিন উইকেট হারিয়েছেন তারা। আইডেন মার্করাম ৩৬ ও ডেভিড বেডিংহ্যাম ৭ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছেন। ফলে প্রথম দিন শেষে দুই ইনিংস মিলিয়ে ভারতের চেয়ে এখনও ৩৬ রানে পিছিয়ে প্রোটিয়ারা।

এ বিভাগের আরো খবর