বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিরাজের বোলিং তোপে ৫৫ রানে গুটিয়ে গেল প্রোটিয়ারা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ জানুয়ারি, ২০২৪ ১৭:১৮

এর মাধ্যমে ভারতের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা। আর টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে কম খরুচে বোলারদের তালিকায় চতুর্থ স্থান পেয়েছেন সিরাজ।

২, ৪, ২, ৩, ১২, ১৫, ০, ৩, ৫, ৪, ০- এটি ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের ব্যক্তিগত স্কোর। আর এমন বিপর্যয়ের কারণ ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। বিশ্বকাপের মাঝখানে চোট পেয়ে যেখানে টুর্নামেন্ট ছাড়তে হয়েছিল সিরাজের, ফিরে এসে যেন সেখান থেকেই শুরু করলেন তিনি। তার ৯ ওভার বোলিং করে ১৫ রান দিয়ে উইকেট নেয়ার দিনে মাত্র ৫৫ রানে প্রথম ইনিংস গুটিয়ে গেছে প্রোটিয়াদের।

বাকি চার উইটেকেটের দুটি নিয়েছেন ভারতীয় বোলিং আক্রমণে নতুন অস্ত্র মুকেশ কুমার। ২.২ ওভার বোলিং করে কোনো রান না দিয়েই ২ উইকেট নিয়েছেন তিনি। আর বাকি উইকেট দুটি গেছে জসপ্রিত বুমরাহ ঝুলিতে।

ব্যক্তিগত দ্বিতীয় ওভারে আইডেন মার্করামকে ফিরিয়ে শুরু হয় সিরাজের বোলিং তাণ্ডব। এরপর আর থামেননি তিনি। পরের ওভারে এসে ফের উইকেট; এবার তার শিকার প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। মাঝে ট্রিস্টান স্টাবসকে বুমরাহ ফেরালে পরের চার উইকেট তুলে নেন সিরাজ। ফলে ১৭.৫ ওভারে ৪৫ রানে ৭ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। বাকি কাজটুকু সারেন মুকেশ ও বুমরাহ। ফলে ৫৫ রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস।

এর মাধ্যমে ভারতের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা। ২০১৮ সালে শ্রীলঙ্কার ৭৩ রানের সর্বনিম্ন রানের ইনিংসটিকে লজ্জামুক্ত করল তারা।

এ ছাড়া টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে কম খরুচে বোলারদের তালিকায় চতুর্থ স্থান পেয়েছেন এই তরুণ। তার ১৫ রানে ৬ উইকেটের স্পেলের উপরে রয়েছেন হরভজন সিং (৫/১৩), ভেঙ্কাটপতি রাজু (৬/১২) ও জসপ্রিত বুমরাহ (৫/৭)।

ঘরের মাঠে এটি দক্ষিণ আফ্রিকার পঞ্চম সর্বনিম্ন স্কোর আর কেপ টাউনে চতুর্থ। নিজেদের মাটিতে গত ১২৫ বছরের মধ্যে এত কম রানে অলআউট হয়নি তারা। সবশেষ ১৮৯৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে এই কেপ টাউনেই ৩৫ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার ইনিংস।

এ বিভাগের আরো খবর