টেস্ট খেলতে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে সিডনি যাওয়ার পথে ব্যাগ চুরি হয়ে গিয়েছে ডেভিড ওয়ার্নারের। সেই ব্যাগেই ছিল তার ব্যাগি গ্রিন টুপি।
অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলার সময় যে টুপি দেয়া হয় ক্রিকেটারদের, ফিল্ডিং করার সময় সেই ব্যাগি গ্রিন টুপি পরেন ক্রিকেটারেরা। ব্যাগি গ্রিন টুপি প্রত্যেক অসি ক্রিকেটারের কাছে অমূল্য জিনিস।
আনন্দবাজার পত্রিকা বলছে, শেষ টেস্ট খেলতে নামার আগে সেই টুপি হারিয়ে ভেঙে পড়েছেন ওয়ার্নার। তিনি টুপি ফেরত পাওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করেছেন।
পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলতে সিডনি গিয়েছেন ওয়ার্নার। সেটাই তার জীবনের শেষ টেস্ট। এক দিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে আবেদন করেছিলেন শেষ টেস্টটি সিডনিতে দেয়ার জন্য। সব কিছু তার ইচ্ছা মতোই হচ্ছিল।
এমন সময় হঠাৎ ব্যাগ এবং টুপি চুরি হয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন ওয়ার্নার। সমাজমাধ্যমে ভিডিও পোস্ট করে আবেদন করেছেন হারানো জিনিস ফেরত দেয়ার জন্য। জানিয়েছেন, যিনি ব্যাগ ফেরত দেবেন তাকে কোনরকম অসুবিধার মধ্যে পড়তে হবে না। তিনি তাকে নিজের একটি ব্যাগ উপহার দেবেন।
ওয়ার্নার বলেন, আমার ব্যাগটি কেউ নিয়ে নিয়েছে। তার মধ্যে আমার মেয়েদের জন্য উপহার ছিল। আমার ব্যাগি গ্রিন টুপি ছিল। ওই টুপিটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। মাঠে নামার আগে ওই টুপিটা আমার ফেরত চাই।
তিনি বলেন, ব্যাগটা যদি কারও খুব পছন্দ হয়ে থাকে, আমি তাকে ওই রকম দেখতে একটা ব্যাগ দিতে পারি। আমার কাছে একই রকম দেখতে একটা ব্যাগ আছে। যিনি নিয়েছেন দয়া করে ফেরত দিয়ে যান। আপনাকে কোনো বিপদের মধ্যে পড়তে হবে না। আমি আর একটা ব্যাগ দেব আপনাকে।
পাকিস্তানের বিরুদ্ধে শেষ টেস্ট শুরু বুধবার থেকে। ওয়ার্নার আশাবাদী সেই ম্যাচে খেলতে নামার আগে টুপি ফেরত পেয়ে যাবেন তিনি।
নতুন বছরের প্রথম দিনেই এক দিনের ক্রিকেট থেকে অবসর নেন অস্ট্রেলিয়ার হয়ে দুবারের বিশ্বকাপ জয়ী ওয়ার্নার। তবে জানিয়েছেন, যদি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে দরকার হয় তাহলে আগামী দিনে সিদ্ধান্ত নিয়ে ভেবে দেখতে পারেন।
একই দিনে ওয়ার্নারকে নতুন দায়িত্ব দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহির দল দুবাই ক্যাপিটালস। আগামী মৌসুমের অধিনায়ক করা হয়েছে তাকে।