জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে চতুর্থবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আয়োজন হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৪।
বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার থেকে শুরু হয়ে ৩০০ ফিট রাস্তায় ম্যারাথনটি অনুষ্ঠিত হবে।
ঢাকা ক্যান্টনমেন্টে রোববার সকালে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বঙ্গবন্ধু ম্যারাথনের লোগো উন্মোচন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এবারের আয়োজনটিও বিগত বছরগুলোর মতো ফুল ম্যারাথন (৪২ দশমিক ১৯৫ কিলোমিটার) ও হাফ ম্যারাথন (২১ দশমিক ০৯৭ কিলোমিটার) হিসেবে অনুষ্ঠিত হবে।
এ বছর আনুমানিক ৩০ জন পুরুষ ও মহিলা এলিট রানার ফুল ম্যারাথনে এবং আরও আনুমানিক ৩০জন পুরুষ ও মহিলা সাফ অর্থাৎ সাউথ এশিয়ান দেশগুলোর রানারসহ মোট ৬০ জন বিদেশি ম্যারাথনার ফুল ম্যারাথনে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
ম্যারাথনটিতে অংশ নিতে রোববার থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
এবারের ম্যারাথনে তিনটি ক্যাটাগরিতে পুরুষ ও নারী বিভাগে পুরস্কার দেয়া হবে। এলিট ও সাফ দৌড়বিদদের ফুল ম্যারাথন ও বাংলাদেশি দৌড়বিদদের ফুল ও হাফ ম্যারাথন ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে।
প্রতিযোগিতায় ১০ পুরুষ ও নারী এলিট রানার, ১০ পুরুষ ও নারী সাফ রানার, ৩০ বাংলাদেশি পুরুষ ও নারী ফুল ম্যারাথন এবং ২০ বাংলাদেশি পুরুষ ও নারী হাফ ম্যারাথনারকে আকর্ষণীয় সম্মাননা দেয়া হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার ও পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত।
রাজধানীতে রোববার বঙ্গবন্ধু ম্যারাথনের লোগো উন্মোচন অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারসহ সংশ্লিষ্টরা। ছবি: পিয়াস বিশ্বাস/নিউজবাংলা
অনুষ্ঠানে জানানো হয়, এবারের আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করবে বাংলাদেশ সেনাবাহিনী। এ ছাড়াও কো-অর্গানাইজার হিসেবে থাকবে আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড, ট্রাস্ট ইনোভেশন লিমিটেড ও নেটওয়ার্ল্ড বাংলাদেশ লিমিটেড।
টেকনিক্যাল পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।
গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে- আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, যমুনা ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।
পার্টনার হিসেবে রয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।