দুঃস্বপ্নময় এক বিশ্বকাপ অতিবাহিত করছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জেতার পর থেকে হেরেছে টানা পাঁচ ম্যাচ। ইতোমধ্যে বিশ্বকাপের চলতি আসর থেকে ছিটকে গেছে টাইগররা। তবে কাগজে-কলমে এখনও টিকে রয়েছে লঙ্কানরা। সেই লঙ্কানদেরও আজ টুর্নামেন্ট থেকে বের করতে ২৮০ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।
টস জিতে আজ শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠান সাকিব আল হাসান। নির্ধারিত পঞ্চাশ ওভারের তিন বল বাকি থাকতেই লঙ্কানদের ২৭৯ রানে অল আউট করেছে টাইগাররা।
এদিন শ্রীলঙ্কার হয়ে শতকের দেখা পেয়েছেন চরিথা আসালঙ্কা। ১০৫ বলে তার ১০৮ রান করার ইনিংসে পাথুম নিশাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা ৪১ রান করে করেছেন।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেটের দেখা পেয়েছেন তানজিম সাকিব। আর দুটি করে উইকেট নিয়েছেন সাকিব ও শরিফুল।