বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাকিস্তান-অস্ট্রেলিয়া মহারণ আজ

  • ক্রীড়া প্রতিবেদক   
  • ২০ অক্টোবর, ২০২৩ ০৯:১৯

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচের চলতি ধারাবিবরণী সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার।

বিশ্বকাপে আজ নিজেদের চতুর্থ ম্যাচে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এ ম্যাচে জয়ের ধারায় ফেরার লক্ষ্য পাকিস্তানের।

টানা দুই জয়ে বিশ্বকাপ শুরু করলেও ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। অপরদিকে, প্রথম দুই হারের পর তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পায় অস্ট্রেলিয়া।

ফলে দুদলের ম্যাচটি উত্তাপ ছড়াচ্ছে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচের চলতি ধারাবিবরণী সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার।

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে পাকিস্তান। পরের ম্যাচে বিশ্বকাপে রেকর্ড জয়ের নজির গড়ে দলটি।

শ্রীলঙ্কার দেয়া ৩৪৫ রানের টার্গেট ১০ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেন বাবর আজমরা। রান তাড়ায় বিশ্বকাপে এটি নতুন রেকর্ড। এর আগে রান তাড়ায় জয়ের রেকর্ড ছিল আয়ারল্যান্ডের। ২০১১ সালে ব্যাঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৮ রান তাড়া করে ম্যাচ জিতে আইরিশরা।

শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের রেকর্ড জয়ের ম্যাচে মোহাম্মদ রিজওয়ান অনবদ্য ১৩১ রান ও আব্দুল্লাহ শফিক ১১৩ রান করেন। প্রথম দুই ম্যাচে পাওয়া জয়ের আত্মবিশ্বাস চিরপ্রতিন্দ্বী ভারতের বিপক্ষে কাজে লাগিয়ে সফল হতে পারেনি পাকিস্তান।

আহমেদাবাদে ভারতের কাছে ৭ উইকেটে হেরে যায় তারা। প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১৫৫ রান তুলে ভালো অবস্থায় ছিলেন বাবররা। এরপর ব্যাটিং ধস নামায় ১৯১ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ভারতের কাছে হারের দুঃস্মৃতি ভুলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে এখন সব মনোযোগ পাকিস্তানের।

অজিদের বিপক্ষে জিততে হলে ব্যাটার-বোলারদের একত্রে জ্বলে উঠতে হবে বলে মনে করেন অধিনায়ক বাবর আজম। তিনি জানান, ‘প্রথম দুই ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে অস্ট্রেলিয়া। জয়ের ধারা অব্যাহত রাখতে মুখিয়ে থাকবে তারা।

‘আমরা যদি ব্যাটিং-বোলিংয়ে শতভাগ উজাড় করে দিতে পারি তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়া অসম্ভব নয়। আমাদের ব্যাটিং-বোলিংয়ে আরও উন্নতি করতে হবে এবং দায়িত্ব নিয়ে খেলতে হবে।’

ভারতের কাছে ৬ উইকেটে হারের পর দক্ষিণ আফ্রিকার কাছে রেকর্ড ১৩৪ রানের ব্যবধানে পরাজিত হয় অস্ট্রেলিয়া। টানা দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে জয়ের দেখা পায় অজিরা। প্রথমে ব্যাট করে উদ্বোধনী জুটিতে ১২৫ রান তুলে ফেলে শ্রীলঙ্কা।

এরপর ব্যাটিং ধসে ৮৪ রানে ১০ উইকেট হারায় লঙ্কানরা। অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা ৪ উইকেট নেন। জবাবে ৮৮ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। এই জয়ে পাওয়া আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে অজিরা। টানা দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

তিনি জানান, ‘প্রথম দুই ম্যাচে হারলেও আমরা ভেঙে পড়িনি। খুব দ্রুতই জয়ের দেখা পেতে চেয়েছিলাম। শ্রীলঙ্কার বিপক্ষে জয়টি আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। পুরোপুরি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামব এবং টানা দ্বিতীয় জয়ের ব্যাপারে দল আশাবাদী।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তান শিবিরে স্বস্তির আবহাওয়া। জ্বর থেকে সুস্থ হয়ে দলের অনুশীলনে যোগ দিয়েছেন দলের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। প্রথম তিন ম্যাচে বল হাতে খুব বেশি প্রভাব রাখতে পারেননি আফ্রিদি।

এখন পর্যন্ত তিন ম্যাচে ১৩৯ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। আফ্রিদিকে নিয়ে চিন্তা দূর হলেও জ্বর ও ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছেন শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করা ওপেনার আব্দুল্লাহ। তার খেলা নিয়ে সংশয় রয়েছে। এখন পর্যন্ত ওয়ানডেতে ১০৭ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়া।

যেখানে জয়ের পাল্লা ভারী অস্ট্রেলিয়ার দিকেই। ৬৯ ম্যাচে জয় আছে অজিদের। পাকিস্তানের জয় ৩৪টিতে। এমনকি বিশ্বকাপের মঞ্চেও এগিয়ে অস্ট্রেলিয়া। ১০ বারের দেখায় ৬টিতে জিতেছে অজিরা। ৪টি জয় আছে পাকিস্তানের। সর্বশেষ দুই বিশ্বকাপে জিতেছে অস্ট্রেলিয়া।

এ বিভাগের আরো খবর