বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএটোয়েন্টিতে দল পেলেন স্পিনার তাইজুল ইসলাম। তাকে ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ডে (বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ টাকা) দলে নিয়েছে ডারবানস সুপার জায়ান্টস।
এসএটোয়েন্টির চতুর্থ আসর সামনে রেখে জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়েছে নিলাম। সেখানে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ১৪ ক্রিকেটার।
তাইজুল ছাড়াও নিলামের জন্য নাম নিবন্ধন করেছিলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তানজিম হাসান, তানজিদ হাসান, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
তবে তাইজুল ও মোস্তাফিজ ছাড়া আর কারও নামই ওঠেনি নিলাম প্রক্রিয়ায়। দল পেয়েছেন শুধু তাইজুল।
ডারবানস সুপার জায়ান্টসে তাইজুল সঙ্গী হিসেবে পাচ্ছেন হাইনরিখ ক্লাসেন, সুনীল নারাইন, জস বাটলার, এইডেন মার্করামের মতো টি-টোয়েন্টির তারকাদের।
তাইজুল বাংলাদেশের টেস্ট দলে অবিচ্ছেদ্য অংশ। টি-টোয়েন্টিতে খুব বেশি সুযোগ তিনি পাননি। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন মাত্র দুটি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০৫ ম্যাচ খেলা এই বাঁহাতি স্পিনারের উইকেট ৮৮টি।