চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।
ম্যাচের চলতি ধারাবিবরণী সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার। একইসঙ্গে খেলা সরাসরি দেখা যাবে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভি ও টি-স্পোর্টসে।
আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে হারে টাইগাররা। অন্যদিকে, টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে বর্তমান রানার্সআপ নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে, এরপর নেদারল্যান্ডসকে ৯৯ রানে হারায় তারা।
বাংলাদেশের বিপক্ষে এগিয়ে থেকেই শুরু করবে নিউজিল্যান্ড। বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটিও ২-০ ব্যবধানে জিতে নেয় কিউইরা।
ওয়ানডেতে এখন পর্যন্ত ৪১ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। এর মধ্যে নিউজিল্যান্ডের জয় ৩০টিতে, বাংলাদেশের ১০টিতে। বাকি একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সাম্প্রতিক রেকর্ড এবং বর্তমান ফর্মের কারণে বিশ্বকাপের এই ম্যাচে স্পষ্টভাবেই ফেভারিট নিউজিল্যান্ড।
১৯৯৯-এ যাত্রা শুরুর পর ২০১১ আসর ছাড়া বিশ্বকাপের সব আসরেই নিউজিল্যান্ডের সঙ্গে দেখা হয়েছে বাংলাদেশের। বিশ্বকাপে পাঁচবারের দেখায় সবগুলোতেই হেরেছে টাইগাররা।
ইনজুরির কারণে এবারের বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি উইলিয়ামসন। আজকের ম্যাচে দলকে নেতৃত্ব দেয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে উইলিয়ামসনের।
ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে আসেন কিউই অধিনায়ক।
বাংলাদেশ কেমন প্রতিপক্ষ এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে তারা (বাংলাদেশ) খুব ভালোভাবে পরিচিত। দলে বেশ কয়েকজন ম্যাচ জেতানোর মতো খেলোয়াড়ও আছেন। আর আমি ঘুরিয়ে-ফিরিয়ে এটিই বলি, বৈশ্বিক টুর্নামেন্টে এলেই দেখবেন এমন অনেক দল থাকে, যারা কন্ডিশনভেদে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড়ের সহায়তায় একে অপরকে হারাতে পারে।
‘প্রতিটি দলের বিপক্ষেই আলাদা আলাদা চ্যালেঞ্জ থাকে। দল হিসেবে খেলার গুরুত্বপূর্ণ যে অংশগুলোর প্রতি আপনি নিবদ্ধ থাকতে চান, সেগুলোর সঙ্গে সম্পৃক্ত থাকার চেষ্টা করাটা দরকার। কারণ এটা বেশ লম্বা একটা টুর্নামেন্ট। প্রতিটি ম্যাচই কঠিন। নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করাটাই ব্যাপার।’
টুর্নামেন্টে স্থানীয় কোচদের ভূমিকা কেমন থাকে এমন প্রশ্নের জবাবে উইলিয়ামসনের উত্তর, ‘হ্যাঁ, অবশ্যই। ভেন্যুর ক্ষেত্রে স্থানীয় কেউ তো কাজে লাগেই। আর যে দেশে আছেন, সে দেশ নিয়েও ভালো ধারণা পাওয়া যায়।
‘আমার মনে হয়, সব দলই যতটা সম্ভব হোমওয়ার্ক করে এসেছে এবং অভিজ্ঞতারও দ্বারস্থ হয়েছে। তাই আমি মনে করি, অবশ্যই (স্থানীয় কোচ থাকলে) তাতে লাভবান হওয়া যায়।’
যদিও ম্যাচে নিউজিল্যান্ড ফেভারিট। তারপরও চেন্নাইয়ে গরম ও স্পিনসহায়ক উইকেট থাকায় ম্যাচ জয়ে কিছুটা আত্মবিশ্বাসী থাকবে বাংলাদেশ।